টলি ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত অভিনেতা বিশ্বনাথ বসু (Biswanath Basu), যিনি বিখ্যাত হাস্য কৌতুক চরিত্রে। কে জানে, কবে মানুষ তাঁকে সিরিয়াস চরিত্রে দেখেছে! তবে তিনি সিরিয়াস করুক আর খল চরিত্র করুক, তাঁর চরিত্রে যেন সার্থক সিরিয়াস ভাবটা আসেনা। তিনি এমনই একজন মজার মানুষ। এইভাবেই দেখতে দেখতে ২১ টা বছর পার করেছেন, উপহার দিয়েছেন একের পর এক নতুন চরিত্রের।
মঞ্চ থেকে টেলিভিশন, টেলিভিশন থেকে সিনেমা একটা লম্বা সফর রয়েছে তাঁর ঝুলিতে। সঙ্গীত শিল্পী পল্লব ঘোষের হাত ধরে সিনেমা জগতে আসা। তারপর থেকে বয়ে চলছে সেই পথচলা। কখনও অ্যাঙ্কারিং আবার কখনো সিনেমা এইভাবেই চলছে সব। জীবনে এসেছে অনেক চরাই-উতরাই, কিন্তু সেগুলো নিয়ে কখনও মাথা ঘামাননি, বরং এগিয়ে গেছেন সামনের দিকে।
বর্তমানে অভিনয় করছেন ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ (Bodhisattwor Bodhbuddhi) ধারাবাহিকে। বোধিসত্ত্বের বাবার ভূমিকায়। বাবা মানেই একটা সিরিয়াস ব্যক্তিত্ব, এটা আমরা সকলেই জানি, কিন্তু সে যে সিরিয়াস নয়। তাই তাঁর বাবা চরিত্রের মধ্যেও রয়েছে একটা হাসিখুশি ব্যাপার। দর্শকদের বেশ আনন্দই দিচ্ছে তাঁর চরিত্র।
তবে আবারও তাঁকে দর্শকরা দেখতে পাবেন একটা নতুন ধারাবাহিকে, সেটা হল ‘নিম ফুলের মধু’ (Neem Fuler Modhu)। সম্প্রতি যে প্রোমো প্রকাশ্যে এসেছে, তাতেই তাঁর দেখা মিলেছে। নায়িকার নাম পর্ণা, পর্ণাকে বিশ্বনাথ ডাকছেন, ছেলে পছন্দ করার জন্য। তাঁর একঝলক নতুন চরিত্রের সংলাপ দেখে মনে হচ্ছে, নায়িকার বাবার চরিত্রে তাঁর দেখা মিলবে। যদি বাবা হয়, বুঝতেই পারছেন বেশ মজার চরিত্রেই দেখা মিলবে।
উল্লেখ্য, এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা মিলছে ‘যমুনা ঢাকি’ খ্যাত অভিনেতা রুবেল দাস (সঙ্গীত) ও ‘কে আপন কে পর’ খ্যাত অভিনেত্রী পল্লবী শর্মা (জবা)। এছাড়াও থাকছেন, লিলি চক্রবর্তী, অরিজিতা মুখোপাধ্যায়, নিবেদিতা মুখোপাধ্যায় সহ আরও অনেক কলাকুশলী। তবে কবে দেখা মিলবে, এই ধারাবাহিক তা এখনও জানা যায়নি। কোন ধারাবাহিকের বদলে এটা দেখা যাবে, সেটাও নিশ্চিত জানা যায়নি।