দীপাকে ছেড়ে সূর্যর জীবনে এল নতুন নারী! রানী রাসমণির সাথে জুটি বাঁধছেন অভিনেতা দিব্যজ্যোতি

বর্তমানে ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির একটি হল ;অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। এই ধারাবাহিকে শুরু হয়েছিল একটা মেয়ে শুধু রূপেই বিচার্য হয় না তার গুনটাই আসল।

Desk

actor dibyojyoti dutta and actress ditipriya roy pair in a music video1

বর্তমানে ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির একটি হল ;অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। এই ধারাবাহিকে শুরু হয়েছিল একটা মেয়ে শুধু রূপেই বিচার্য হয় না তার গুনটাই আসল। ধারাবাহিকে অভিনেতা একজন ডাক্তার। সূর্য ও দীপা দুটো ভিন্ন মানুষ তবে তাদের মনটা এক সুতোয় বাঁধা। অনেক বাধা থাকলেও ধারাবাহিকে গল্পের আবহে সূর্য দীপার বিয়ে হয়ে গেছে। ধারাবাহিকে সূর্যের ভূমিকায় দেখা যায় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) ও দীপার চরিত্রে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে (Swastika Ghosh)।

তবে তাদের জীবনে অশান্তি যেন শেষ হওয়ার নামই করছেনা। সম্প্রতি আবারও ধারাবাহিকে সূর্য দীপাকে ভুল বুঝতে শুরু করেছে। তাদের মাঝে কবীরকে নিয়ে ভুল বোঝাবুঝি আরম্ভ হয়েছে। দীপা কবিরকে দাদা বলে ডাকে। কিন্তু সূর্য সেটা বুঝতে পারছে না। যদিও এই সব কিছুর পিছনেই ডঃ মিশকা রয়েছে। সে ইচ্ছে করে সূর্যকে দীপার বিরুদ্ধে ভুল বোঝাচ্ছে।

actor dibyojyoti dutta and actress ditipriya roy pair in a music video

ধারাবাহিকটি দর্শক পছন্দ করেন তবে সূর্য দীপার মাঝে এতো ভুলবোঝাবুঝি এতো খারাপ কিছু দেখতে দেখতে দর্শক ক্লান্ত। কখনো সব কিছু ঠিক হতে শুরু করলেই আবারও খারাপটা চলে আসে। তাদের এতটুকুও ভালো পরিস্থিতিতে দেখানো হয়না। আর এবার ধারাবাহিকের অভিনেতা সূর্য তো দীপাকে ভুল বুঝে জীবন থেকে তাকে সরিয়ে দিতে চলেছে।

দীপার প্রতি রাগ করে এবার সে নিজের জীবনে আনতে চলেছে নতুন এক নারী। কে সে ? সে ডঃ মিশকা নয়। তবে তাকে আপনারা সকলে বেশ চেনেন। সে হল অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। রানী রাসমণি ধারাবাহিকে বিপুল জনপ্রিয়তার পর তাকে ধারাবাহিকে দেখা যায়নি। তবে কি তিনি আবারও ছোট পর্দায় ফিরতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মধ্যে দিয়ে ?

স্বভাবতই এই প্রশ্নই তো সকলের মনে ? যে এবার কি তবে সূর্যর জীবনে দীপার বদলে দিতিপ্রিয়ার জায়গা হতে চলেছে ? আসলে ব্যাপারটা ঠিক তা নয়। দিতিপ্রিয়া আসছেন তবে ধারাবাহিকের সূর্যর জীবনে দীপার জায়গা নিতে নয়। বরং অভিনেতা দিব্যজ্যোতির সাথে তিনি এক নতুন মিউজিক ভিডিওয় আসছেন। এক নতুন রূপে এসভি এফ এর পরিচালনায় এই ভিডিও আসতে চলেছে।

এই আগত ভিডিওটির পোস্টার অভিনেতা দিব্যজ্যোতি ও অভিনেত্রী দিতিপ্রিয়া দুইজনেই নিজেদের সোশ্যাল মিডিয়া একাউন্টে পোস্ট করেছেন। সেই পোস্টার রিলিজ হতে দর্শক বেশ উৎসাহিত। তারা অপেক্ষায় আছেন মিউজিক ভিডিওটি কবে তারা দেখতে পাবেন। অভিনেত্রী পোস্টারে জানিয়েছেন এটা তার জীবনের প্রথম মিউজিক ভিডিও। ভিডিওটির নাম ‘দেখেছি রূপসাগরে’।