‘মিঠাই’ ছেড়ে নতুন ধারাবাহিকে পাড়ি দিলেন অভিনেত্রী! দেখা গেলো তাকে এই সিরিয়ালে

বর্তমানে অভিনেতা অভিনেত্রীদের খুবই সাকসেসফুল কেরিয়ার। একটা  ধারাবাহিকে অভিনয় শেষ হতে না হতেই চলে যায় অপর একটি নতুন ধারাবাহিকে। এই ঘটনার দৃষ্টান্ত যদি টলিপাড়ায় লক্ষ্য

Saranna

actress ananya guha entry on komola o sreeman prithviraj

বর্তমানে অভিনেতা অভিনেত্রীদের খুবই সাকসেসফুল কেরিয়ার। একটা  ধারাবাহিকে অভিনয় শেষ হতে না হতেই চলে যায় অপর একটি নতুন ধারাবাহিকে। এই ঘটনার দৃষ্টান্ত যদি টলিপাড়ায় লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে বহু অভিনেতা-অভিনেত্রীর কেরিয়ারে এমন ঘটেছে। একটা ধারাবাহিক করতে করতে আর একটা ধারাবাহিকে অভিনয়। আবারও এক অভিনেত্রীর কেরিয়ার জীবনে ঘটল এরকম ঘটনা। 

টলিপাড়ার জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন, অনন্যা গুহ (Ananya Guha)। অনন্যা নামে চেনার থেকে তাঁকে সকলে চেনেন পিঙ্কিজি হিসেবে। জি বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক ‘মিঠাই’। এই ধারাবাহিকে মিঠাই এর জা এর চরিত্রে অভিনয় করেছেন। অর্থাৎ স্যান্ডির স্ত্রীয়ের চরিত্রে। বর্তমানে মিঠাই ধারাবাহিকে দেখা মেলেনি তাঁর। তাহলে কি তিনি অভিনয় ছেড়ে দিলেন ? এরকম প্রশ্ন দর্শকদের মনে হয়েছে।

mithai actress ananya guha entry on komola o sreeman prithviraj as chandraboti

কিন্তু সুখবর, তিনি অভিনয় ছাড়েননি, তাঁকে আবারও দেখা যাবে, নতুন রূপে নতুন ভাবে। এই কথা তিনি নিজেই শেয়ার করেছেন তাঁর সোশ্যাল হ্যান্ডেলে। সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেখা গিয়েছে, বিধবার বেশে দাঁড়িয়ে রয়েছেন। পরনে রয়েছে হালকা রঙের শাড়ি  কপালে রয়েছে সাদা চন্দনের ফোঁটা। আসলে তাঁকে দেখা যাবে স্টার জলসার নতুন ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (Komola o Sreeman Prithviraj) এ চন্দ্রাবতী চরিত্রে।

আর সেই চরিত্রের জন্যই তাঁর এমন সাজ। ১৩ মার্চ থেকে বিকাল সাড়ে ৬টার স্লটে দেখা মিলছে এই ধারাবাহিকের। প্রথম দিনেই বাজিমাত এই ধারাবাহিক। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা লিখেছেন, ‘অ্যাক্র ফাটিয়ে দিয়েছে!! সত্যি এতো ভালো গল্প বোঝতে পারিনি! মুহূর্তের মধ্যে ব্রিটিশ আমলে চলে গিয়েছিলাম! শ্রীমান পৃথ্বীরাজ ছোট বউ এর ছেলে তবু বড় বউ কতো ভালোবাসে।

actress ananya guha entry on komola o sreeman prithviraj as chandraboti

এদের মিষ্টি সম্পর্ক সতীনে সতীনে! অন্যদিকে কুটনি শ্রীময়ী আছে শ্রীমান পৃথ্বীরাজের পিসি! আবার নায়িকা কমলা যেমন পারে ইংলিশ গান গাইতে তেমন বাঙালি গান! আছে পটল সিরিয়ালের তুলি, সে এখানেও কুটনি! আছে গাঁটছড়ার পিসি এখানেও সে কুটনি পিসি! শ্রীমান পৃথ্বীরাজের প্রতিদ্বন্দ্বী হলো গোপালের গোপাল! সর্বোপরি হাসি মজা খুনসুটি ও এক রাশ স্নিগ্ধতা নিয়ে শুরু হলো গল্পটি! সত্যিই চ্যালেঞ্জিং গল্প’।

× close ad