সেই কারণেই..! ‘স্ত্রী হিসাবে আমি জিরো’, আক্ষেপ অভিনেত্রী ইন্দ্রানী হালদারের

Indrani Haldar : বাংলা বিনোদন (Bengali Entertainment) জগতের এক অন্যতম নক্ষত্র অভিনেত্রী ইন্দ্রানী হালদার। সিনেমা, সিরিয়াল থেকে ওয়েব সিরিজ সব জায়গাতেই নিজেকে বিভিন্ন ভাবে মেলে

Nandini

actress indrani haldar said she failure as wife

Indrani Haldar : বাংলা বিনোদন (Bengali Entertainment) জগতের এক অন্যতম নক্ষত্র অভিনেত্রী ইন্দ্রানী হালদার। সিনেমা, সিরিয়াল থেকে ওয়েব সিরিজ সব জায়গাতেই নিজেকে বিভিন্ন ভাবে মেলে ধরেছেন অভিনেত্রী। আর বারংবার নিজের অসাধারণ অভিনয় দিয়ে জিতে নিয়েছেন দর্শকের মন। শুধু তাই নয় সঞ্চালক হিসাবেও তিনি নিজেকে মেলে ধরেছেন দর্শকদের সামনে।

বহু বছর ধরে বাংলা বিনোদন জগতে নিজের পরিচিতি গড়ে তুলেছেন তিনি। তবে সব সফলতার পিছনেই একটা বা অনেক ব্যর্থতার গল্প থাকে। এক জীবনে যে সব কিছু জয় করা যায়না। অভিনয় দক্ষতা দিয়ে, আর নিজের সুন্দর ব্যবহার দিয়ে অভিনেত্রী যেখানে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছেন তাদের আপন করে নিয়েছেন। সেখানে তার নিজের জীবনে রয়ে গেছে কিছু অপূর্ণতা।

actress Indrani Halder openup about her journey

 

অভিনেত্রীর জীবনের বড় আক্ষেপ

জী বাংলার এক সময়ের বেশ জনপ্রিয় একটি ‘টক শো’ ‘অপুর সংসার’এ অভিনেত্রী নিজের জীবনের সেই আক্ষেপ প্রকাশ করেছেন। তার কথায় কাজের সূত্রে তিনি অনেক সন্তান পেয়েছেন। ইন্ডাস্ট্রিতে তিনি সকলের কাছে ‘মামনি’ নাম খ্যাত। তবে বাস্তবে তার মা হয়ে ওঠা হয়নি। কর্মব্যস্ততায় সেই সুখ থেকে তিনি বঞ্চিত হয়েছেন।

আরও পড়ুনঃ ​মাচার টাকায় গাড়ি-বাড়ি, মুখে বলতেই লজ্জা, নবাগত তারকাদের কটাক্ষ ইন্দ্রানী হালদারের!

যদিও তাতে অভিনেত্রী বা তার স্বামীর মধ্যেকার সম্পর্কে কোনো পরিবর্তন ঘটেনি। বরং অভিনেত্রী জানিয়েছেন, একটা সময় তারা উভয়েই বিষয়টা মেনে নিয়ে এগিয়ে চলেছেন সামনের দিকে। এই পর্বে সাক্ষাৎকারে, হাসি-আড্ডার মাঝে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয় স্ত্রী হিসাবে তিনি নিজেকে কত নম্বর দেবেন?

আর সেখানেই অভিনেত্রী নিজেকে শুন্য দেন। আর তার কারণ স্বরূপ নিজের জীবনের এক অজানা অধ্যায় তুলে ধরেন প্রিয় দর্শকদের সামনে। তিনি আরও জানান, তারা চেষ্টা তো করেছিলেন, তবে সম্ভবপর হয়ে ওঠেনি। তবে তিনি নিজ সন্তানের জন্ম না দিলেও তার অনেক সন্তান আছে বলেই জানিয়েছেন। আর তাদের নিয়েই তিনি বেশ খুশি।