চলতি বছরেই বিয়ের পিঁড়িতে কৌশাম্বী! পাত্র কে? নিজেই জানালেন অভিনেত্রী

Kaushambi Chakraborty : বিয়ে করছেন কৌশাম্বী, নিজেই জানালেন পাত্র কে

Saranna

actress kaushambi chakraborty openup about her marriage

টলি (Tollywood) ইন্ডাস্ট্রির চর্চিততম অভিনেত্রী হলেন কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। জি বাংলার মিঠাই ধারাবাহিকে অভিনয়ের পর থেকেই তিনি রয়েছেন চর্চার কেন্দ্রে। কোনোরকম পোস্ট করলেই চর্চার কেন্দ্রে থাকেন। চারিদিকে বিয়ের সানাই বাজছে সকলের প্রশ্ন কৌশাম্বী কবে বিয়ে করছেন? তা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। 

বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে, জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকে পারোমিতার চরিত্রে। মিঠাই  তে যে চরিত্রে দেখা গিয়েছিল, সেই চরিত্রের সাথে তার আকাশ পাতাল তফাৎ। দুই চরিত্রই দর্শকদের বেশ মন ছুঁয়ে গেছে। কোন চরিত্র কৌশাম্বীর জীবনের সাথে মিলে যায়? অভিনেত্রীর কথায়, ‘কৌশাম্বী নন্দার মতো ঝগড়া করতে ভালোবাসে, একটু দিদি দিদি হাবভাব আছে।

পারোমিতা অনেক ম্যাচিউর, কৌশাম্বী অতটা নয়, ধীরে ধীরে ম্যাচিউর হচ্ছে। দুই চরিত্র মিলেমিশে তার জীবনে রয়েছে’।পারোমিতা বা নন্দার প্রেম জীবন আলাদা। সেটা কৌশাম্বীর সাথে যায়না। কৌশাম্বীর এখন প্রেমের বয়স। গুঞ্জন তো শোনায় যায়, সে নাকি আদৃত রায় (Adrit Roy) এর সাথে প্রেম করছেন। তাদের দুজনের হাবভাবে  বোঝা যায়, তারা সম্পর্কে রয়েছেন।

আরও পড়ুনঃ চয়ন অতীত! ‘রুচিরা’র নতুন প্রেমিককে দেখে মন খারাপ ভক্তদের!

তাহলে কি আদৃতের সাথেই বিয়ের পিঁড়িতে বসছেন? এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘যখন যেটা হবে, তখন তোমরা জানতে পারবে, অকারণে এগুলো নিয়ে ভাবনাচিন্তা করার কোনো দরকার নেই।’ এখন দেখা যাক কবে সেই ঝলক আসে। তবে তিনি যে প্রেম করছেন কি করছেন না, সেকথা একবারও বলেননি। আসল সত্যিটা কী?

সকলেই জানার জন্য উৎসুক  হয়ে রয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে যেরকম চর্চা হয়, সেগুলোকে তিনি অতটাও পাত্তা দেননা। খুব মজা লাগে, লোকের অদ্ভুত অদ্ভুত কথা গুলো শুনতে। তার কথায়, ‘তাদের মনে হচ্ছে তারা লিখছে, আমার লাইফ আমার মতো করে চলছে।

আরও পড়ুনঃ কিভাবে হলেন স্বস্তিকা থেকে ‘দীপা’? রইল ‘অনুরাগের ছোঁয়া’ অভিনেত্রীর প্রথম অডিশনের ভিডিও

ভালো আছি কাজ করছি সব ঠিক আছে।‘ এর পাশাপাশি সম্পর্ক টিকিয়ে রাখার টিপস দিলেন, সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দরকার বিশ্বাস, এবং দুজন দুজনের পাশে থাকা। এবং সব পরিস্থিতিতে একে অপরকে বোঝা। আর দুজনের খারাপ ভালো দুটো নিয়েই থাকতে হবে। 

× close ad