জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Katha)। ধারাবাহিকটি সোশ্যাল মিডিয়ায় বেশ যেমন চর্চিত তেমনই দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। ধারাবাহিকের শুরুর দিকে জানা গিয়েছিল পাঁচ নারীর কাহিনী নিয়ে ধারাবাহিকটি নির্মিত হবে। সেই পাঁচ নারীর মধ্যে মুখ্য নারী শিমুল, আর তার জা হল প্রতীক্ষা(Pratikkha)। এই শিমুল চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে।
এই পাঁচ নারীর এক নারী প্রতীক্ষার চরিত্রে অভিনয় করছেন কুয়াশা বিশ্বাস (Kuyasha Biswas)। প্রতীক্ষা শিমুলের দেওর পলাশের স্ত্রী। খুব বেশিদিন হয়নি, তাদের বিয়ে হয়েছে। এরই মধ্যে শোনা গেল প্রতীক্ষা নাকি পলাশের নয়, অন্য কারোর প্রেমে পাগল। আর সেই অন্য ব্যক্তিটা হল রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ। তাহলে কি আবার ধারাবাহিকে নতুন ট্র্যাক আসছে? এবার কি পলাশের শিমুলের পক্ষে হবে।
আসলে এমন কিছু ধারাবাহিকে হচ্ছে না। এটা সবটাই হচ্ছে বাস্তবে। হ্যাঁ প্রতীক্ষার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী কুয়াশা বিশ্বাস। ধারাবাহিকে তাঁর চরিত্র খল। এর আগেও তিনি খল চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁকে দেখা গিয়েছিল স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক ‘আয় তবে সহচরী’ তে দেবীনার চরিত্রে। এখানেও তাঁকে দেখা গেছে খল চরিত্রে।
আরও পড়ুনঃ ‘ডেট নিয়ে ঝুলিয়ে রাখাটা অসভ্যতা’! টলিউডে কাজ নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর!
এদিন সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সাথে বেশ কয়েকটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘এই বছরে আমাদের জীবনের, সবচেয়ে জরুরী আর গুরুত্বপূর্ণ সংযোজন আমার প্রিয়। এই বছরটা তোমার সঙ্গে বেশ ভালোই কাটল। আর একদিন বাকি রয়েছে নতুন বছর শুরু হওয়ার। আমি তার জন্যই অপেক্ষা করছি। একসঙ্গে প্রাতরাশ করা, সিনেমা দেখা, রিমোট নিয়ে যুদ্ধ। আরও অনেক কিছু’।
View this post on Instagram
এর পাশাপাশি অভিনেত্রীর আক্ষেপ, একসঙ্গে ছুটি কাটানো হয়নি। হয়নি বলে যে আর হবেনা তা নয়। খুব শীঘ্রই সেটাও ঘটতে চলেছে। অভিনেত্রীর এই প্রেমিকের নাম হচ্ছে সৌভিক ভট্টাচার্য। ইনি হলেন রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউজের লেখক। সকলেই অপেক্ষায় রয়েছেন এই দুই জুটির বিয়ে দেখার। দেখা যাক কবে সেটা হয়।