অগ্রহায়ণ মাস মানেই শহর জুড়ে প্রেম নয়, বিয়ের মরসুম। শহরে, গ্রামে-গঞ্জে সব জায়গাতেই বিয়ে আর বিয়ে। সব জায়গাতেই বিয়ে যখন, তখন টেলিপাড়া কেন বাদ যাবে? তাই তো টলিপাড়াতেও বিয়ে লেগেছে। বিয়ে লেগেছে টলিপাড়ার সিনেমায়, ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। বিয়ে লেগেছে টলিপাড়ার অভিনেতা অভিনেত্রীদের। ভাবছেন তো! আবার কার বিয়ে হচ্ছে।
টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ‘গোধুলি আলাপ’ খ্যাত রোহিণীর অর্থাৎ অভিনেত্রী রোশনি ভট্টাচার্যর (Roshni Bhattacharyya)। চিনতে পারলেন তো কার বিয়ে হচ্ছে? ২০২১ সালে ১৩ অক্টোবর সেরেছিলেন খাতায় কলমে বাগদান পর্ব। তারপর ২০২১ সালের ১৩ ডিসেম্বর আনুষ্ঠানিক বিয়ে সেরে নেওয়ার চিন্তা ভাবনা ছিল, তবে তাঁর শ্বশুর আনুষ্ঠানিক বিয়ে দেখার আগেই প্রয়াত হন। আর প্রয়াত হওয়ার কারণে আনুষ্ঠানিক বিয়ে প্রায় পিছিয়ে যায় এক বছর।
তবে নিজেকে বিবাহিত বলেই পরিচয় দেন সবার কাছে। শোনা যাচ্ছে আগামী ৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে হবে বিয়ের অনুষ্ঠান। সমস্ত আচার-অনুষ্ঠান হবে বেদ মেনে। সম্প্রতি স্বামী তূর্যর সঙ্গে প্রি ওয়েডিং ফটোশুটও সেরে নিয়েছেন। একসঙ্গে ঘুরতে গেছেন। তবে বিয়ের কটা দিন দুজনে আলাদাই থাকবেন। তবে বিয়ের পর দুজনে মিলে চলে যাবেন হানিমুনে। দেখা মিলবে থাইল্যান্ডে।
অভিনেত্রী অভিনয় জীবনে অনেক বিয়ে করেছেন। বাস্তব জীবনে অভিনেত্রীর এটা ২.০। কারণ প্রথমে তারা রেজিস্ট্রি করে বিয়েটা ২০২১ এ সেরে রেখেছিলেন। এরপর ২০২২ এ তাদের সামাজিক বিয়ে সম্পন্ন হবে। এখন অভিনেত্রী এবং তাঁর স্বামী দুজনেই ব্যস্ত বিয়ের আয়োজনে। ক্যাটারিং, ডেকরেটর, ভেনিউ, ফোটোগ্রাফি সবটাই দুজনেই সামলাচ্ছেন।
View this post on Instagram
বিয়ে মানেই আইবুড়ো ভাত। আর তাই গোধূলি আলাপের শ্যুটিং সেটের সকলে মিলে আয়োজন করেছিলেন আইবুড়ো ভাতের। কৌশিক সেন, ভাস্বর চট্টোপাধ্যায়, সোহাগ সেন, সাহানা সেন, অর্পিতা মুখোপাধ্যায়, মৌ ভট্টাচার্য সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে অভিনেত্রীর কপালে ছিল সিঁদুর।
কারণ আইনত তিনি বিবাহিত। আইবুড়ো ভাতের অনুষ্ঠানে ছিল দারুণ আয়োজন। খাবার তালিকায় ছিল, ভাত, পোলাও, ডাল, বেগুনি, শুক্তো, ছানার কোফতা, পাতুরি, কষা মাংস, চাটনি, পায়েস, আইসক্রিম। সবাই বেশ আনন্দ করেছেন।