তিন বিয়েতেই শেষ লালঝুরির প্রেমকাহিনী! শেষের পথে ধূলোকনা, ‘বাঁচলুম’ মন্তব্য দর্শকদের

অনেক সময় ধারাবাহিকের টিআরপি কম না হলেও টিআরপি বেশি থাকার সত্ত্বেও ধারাবাহিক শেষ হয়ে যায়। কারণ একটা ধারাবাহিক শুরু হওয়া মানেই তো তার শেষ রয়েছে।

Saranna

new upcoming serial bangla medium replace dhulokona

অনেক সময় ধারাবাহিকের টিআরপি কম না হলেও টিআরপি বেশি থাকার সত্ত্বেও ধারাবাহিক শেষ হয়ে যায়। কারণ একটা ধারাবাহিক শুরু হওয়া মানেই তো তার শেষ রয়েছে। কিন্তু দর্শকদের মন সেটা মানতে চায় না। তারা প্রশ্ন তোলে কেন শেষ হচ্ছে ধারাবাহিক? কারণ একটা ধারাবাহিক দেখতে দেখতে তাদের কাছে সেই ধারাবাহিকের লোকজন খুব কাছের হয়ে যায়।

তাই যখন শোনেন আর দেখতে পাবে না, তখনই মন খারাপ হয়ে যায়। সম্প্রতি শোনা যাচ্ছে, লীনা গঙ্গোপাধ্যায়ের ‘ধূলোকনা’ (Dhulokona) ধারাবাহিকটি শেষ হয়ে যাচ্ছে। তার বদলে আসবে নতুন ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium) সিরিয়ালটি। ধূলোকনা টিআরপি তালিকাতেও খুব ভালো ফল করে, আর সেই ধারাবাহিকই শেষ হচ্ছে, আর এ নিয়ে অনুরাগীদের মন খারাপ।

dhulokona serial titir actress sampurna mondal facts

স্টার জলসার এই ধারাবাহিক সকলের বেশ প্রিয়। ডিসেম্বর মাসের মাঝামাঝি শেষ হবে ধারাবাহিকের সম্প্রচার। অনেকেই এটা মেনে নিতে পারছেন না। তাই অনুরাগীরা ক্ষুব্ধ। এক অনুরাগীর দাবি, ‘আমরা অনেকেই বুঝতে পারছিনা কেন ধূলোকণা নাটকটা হঠাৎ করে শেষ হওয়ার কথা উঠলো নাটকেতো অনেক কিছু দেখানো বাকী রয়ে গেল মিনির বিয়ে লালনের বিয়ে। ফুলঝুড়ির গান গেয়ে উপরে উঠা।

এসব অনেক কিছু বাকী রয়ে গেল মাঝখানে পথে নাটক বন্ধ গুসনা করা হলো এটা একদম ঠিক হলো না আমরা অনেক কষ্ট পেয়েছি’। আর এক অনুরাগী লিখেছেন, ‘অসম্পূর্ন ধূলোকনা কেন? অনেক কিছু অধ্যায় বাকী রয়ে গেলো আপনারা কি মনে করেছেন জানিনা দয়া করে শেষ পর্যন্ত দেখান তাহলে খুব ভালো হয়’। অনুরাগীদের এ হেন মন্তব্য দেখে বোঝায় যাচ্ছে, কতটা ভালোবাসে তারা লালন-ফুল কে।

dhulokona

আসলে এই ধারাবাহিকের শেষ হওয়ার পিছনে রয়েছে বেশ কিছু কারণ। প্রথমত, সব ধারাবাহিকের যেমন শুরু আছে, তেমন শেষও আছে। দ্বিতীয়ত, ধারাবাহিকটি অনেক দর্শকদের ভালো লাগলেও, কিছু মানুষ বিরক্ত হয়েছেন নায়কের বারবার বিয়ে দেখতে দেখতে, আর বিয়ের পরও নায়কের পরকীয়া দেখে। অনেকেই চেয়েছিলেন ধারাবাহিক টি তাড়াতাড়ি বন্ধ হোক। তবে কারণ হিসাবে লীনা গঙ্গোপাধ্যায় এখনও কিছু জানাননি।

Related Post