আলোর উৎসবে সুদীপ্তার জীবনে শোকের অন্ধকার! স্বজনহারা হলেন অভিনেত্রী

Sudipta Bakshi : দুর্গাপুজোর পর বাঙালী অপেক্ষায় থাকে কবে আসবে কালিপুজো। কারণ দুর্গাপুজোর পর কালিপুজোর উৎসবে সকলেই মাতোয়ারা। প্রত্যেকটা বাড়িতেই এই পুজো হয়। চারিদিকে আলোর

Saranna

actress sudipta banerjee lost her father

Sudipta Bakshi : দুর্গাপুজোর পর বাঙালী অপেক্ষায় থাকে কবে আসবে কালিপুজো। কারণ দুর্গাপুজোর পর কালিপুজোর উৎসবে সকলেই মাতোয়ারা। প্রত্যেকটা বাড়িতেই এই পুজো হয়। চারিদিকে আলোর রোসনায়, গান-বাজনা আরও কত কি। কিন্তু এই উৎসবের মুহুর্তে এক জনপ্রিয় অভিনেত্রীর ঘর অন্ধকার। নেই আলো, নেই হাসি, শুধুই রয়েছে শোকাহার। সেই অভিনেত্রী হলেন সুদীপ্তা ব্যানার্জী (Sudipta Banerjee)

হঠাৎই প্রয়াত হয়েছেন অভিনেত্রীর বাবা। টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রী সকলের কাছে সুদীপ্তা নয়, বেণী বৌদি হিসেবেই পরিচিত। প্রথম দিকে পজিটিভ চরিত্রে দেখা যেত, কিন্তু বর্তমানে নেগেটিভ চরিত্রেই মন জিতে নিচ্ছেন। সুন্দরী জাঁদরেল খলনায়িকাকে সকলেরই বেশ পছন্দের। কিন্তু এই পছন্দের অভিনেত্রী মেতে উঠতে পারলেন না আলোর রোশনায়।

sudipta banerjee openup about her weeding

যে মেয়ে সবসময় হাসিখুশিতে মেতে থাকতেন। তাঁর জীবনেই ঘটে গেল চরম বিপর্যয়। বিগত বেশ কয়েকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন অভিনেত্রীর বাবা। দুর্গাপুজোয় বেড়ে যায় সেই শরীর খারাপ। এরপর গত ১০ নভেম্বর সব শেষ। মানসিক ভাবে তিনি ভেঙে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। তাঁর জীবনে যেটাই ঘটুক, সবটারই আপডেট দেন। দীপাবলীতেও দিতেন।

কিন্তু এই ঘটনার পর তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও বদলে গেছে, নেই কোনো আপডেট। শুধু বদলে গেছে ডিপি। বাবার সঙ্গে সুন্দর ছবি দিয়েছেন। উল্লেখ্য, বর্তমানে সুদীপ্তার দুটো পরিচয়। একদিকে জনপ্রিয় দক্ষ অভিনেত্রী। অন্যদিকে তৃণমূল নেত্রী স্মিতা বক্সীর পুত্রবধূ। এখন তিনি বেশ সুখেই আছেন, কিন্তু একসময় ছিলনা তাঁর এই সুখ।

 

View this post on Instagram

 

A post shared by Sudipta Bakshi (@sudiptaabakshi)

একসময় ছিলনা তাঁর বাবার চাকরি, দাদারও চাকরি ছিলনা। সেই সময় খুব অর্থকষ্টে কেটেছিল তাঁর জীবন। মাত্র ২২২০ টাকার জন্য কেবল লাইন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এই কষ্টকর দিনে কেউ পাশে ছিলেন না, তাঁর আপন জেঠুও অপমান ও তাচ্ছিল্য করেছেন। কিন্তু শুধুমাত্র পাশে ছিলেন তাঁর মা-বাবা-দাদা। এখন সৎ ভাবে উপার্জন করে অনেকটাই এগিয়ে গেছেন। তিনি অনেকের কাছেই দৃষ্টান্ত।

× close ad