গসিপবিনোদনভাইরালসিরিয়াল

রাতারাতি পাল্টে গেলো দীপার লুক! নতুন রূপে দীপাকে দেখে অবাক সূর্য, চোখ সরছেনা অনুরাগীদেরও

প্রত্যেকটি মানুষ আলাদা। আমরা টিভির পর্দায় যাদের দেখি, তারা বাস্তবে অনেকটাই আলাদা। চরিত্রের প্রয়োজনে সকলেই আলাদা আলাদা রূপ ধারণ করে। চরিত্রের প্রয়োজনে চালাক মানুষকে বোকা সাজতে হয়, স্মার্ট মানুষকে গেঁয়ো সাজতে হয়, ফর্সা মানুষকে কালো সাজতে হয়, অল্প বয়সী কে বয়স্ক সাজতে হয়। এগুলো সবটাই চরিত্রের প্রয়োজনে। আর তাই যখন বাস্তব রূপ টা দেখি, তখন অবাকই হয়ে যায়। 

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ঐই ধারাবাহিকের মূল কথা ছিল, অন্ধকার আর আলোর মেলবন্ধন। ধারাবাহিকের নায়ক সূর্য সে খুবই সুন্দর এবং ফর্সা। আর নায়িকা দীপা সে একদমই কালো।  প্রথমদিকে সকলেরই অপছন্দ ছিল দীপাকে। এখন ধারাবাহিকের কাহিনী এগিয়েছে, টিআরপি তালিকাতেও বেশ প্রথমে রয়েছে ধারাবাহিকটি। ধারাবাহিকের নায়িকা দীপা অর্থাৎ টেলি অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) বেশ জনপ্রিয়।

swastika ghosh

ধারাবাহিকে অভিনেত্রী কে দেখানো হয়েছে তার দুটো মেয়ে। একজন সোনা আর একজন রূপা। সোনাকে দেখতে  কালো, আর রূপাকে দেখতে ফর্সা। সোনাকে দেখতে দীপার মতোই। কিন্তু বাস্তবে কি অভিনেত্রী এতটাই কালো? কি মনে হয় আপনাদের? না এই দীপা কিন্তু বাস্তবে খুবই সুন্দর। আর সেই লুকে সবার সামনে ধরা দিলেন। 

আমরা দীপাকে দেখি একেবারে সাদামাটা লুকে। সাধারণ শাড়িতে। মায়াময়ী রূপে। কিন্তু সেই দীপাই এবার দেখা দিলেন মর্ডান রূপে। পরনে রয়েছে আকাশি রঙের শাড়ি। নীল রঙের সুন্দর ডিজাইনার ব্লাউজ। মাথায় রয়েছে ফুল। হাতে জাঙ্ক জুয়েলারী। কানে এবং গলায় জাঙ্ক জুয়েলারী। 


আবার একটা লুকে দেখা যাচ্ছে, মর্ডান ড্রেসে রিল করতে দেখা যাচ্ছে । অনেকেই তাকে দেখে বেশ প্রশংসায় করছেন। সবাই তার ছবির মন্তব্য বক্সে সুন্দর সুন্দর মন্তব্যে ভরিয়ে তুলছেন।  এই লুক দেখে সকলেই অবাক। কেউ বলছেন ‘নাটোরের বনলতা সেন’। তবে ধারাবাহিক অনুযায়ী দীপার সাথে এখনও মিল হয়নি সূর্যর। আর এই মন্তব্য বক্সে সকলেই জিজ্ঞাসা করেছেন, কবে তাদের মিল হবে।

1Minutenewz Google News Subscribe
Back to top button