পার্শ্ব চরিত্রে জিতেছেন দর্শকের মন! এবার অভিনেত্রী তানিয়ার সাফল্যের মুকুটে জুড়লো নতুন পালক

অনেক অভিনেতা অভিনেত্রীর কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ। তাদের কাজের জন্য কারোর কাছে হাত পাততে হয়না। একটা ধারাবাহিক করতে করতেই আর একটা ধারাবাহিকে সুযোগ পেয়ে যান। আবার

Saranna

actress tania kar debut in her first tollywood movie

অনেক অভিনেতা অভিনেত্রীর কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ। তাদের কাজের জন্য কারোর কাছে হাত পাততে হয়না। একটা ধারাবাহিক করতে করতেই আর একটা ধারাবাহিকে সুযোগ পেয়ে যান। আবার কেউ কেউ মুখ্য চরিত্রের থেকে কিন্তু পার্শ্ব চরিত্রেই হিট। আর সে তাতেই খুশি। নেই আক্ষেপ। নেই কোনো বিদ্বেষ। তারা চান সব রকম চরিত্রেই অভিনয় করতে।

তেমনই একটি অভিনেত্রী হলেন তানিয়া কর (Tania kar)। যাকে আমরা দেখেছি ‘বোঝে না সে বোঝেনা’ ধারাবাহিকের মুখ্য চরিত্র পাখির দিদির ভূমিকায়। পাখির দিদির চরিত্রে অভিনয় করেছিলেন এই তানিয়া কর। তারপর তাঁর দেখা মিলেছিল ‘রানী রাসমণি’, ‘খেলাঘর’ এবং ‘উমা’ ধারাবাহিকে। বর্তমানে অভিনয় করছেন ‘হরগৌরি পাইস হোটেল’ ধারাবাহিকে নায়িকার দিদির চরিত্রে। তবে অভিনেত্রীর পথচলা শুরু হয়েছিল ‘গানের ওপারে’ ধারাবাহিকের হাত ধরে।

actress tania kar returning in new serial on star jalsha2

এবার অভিনেত্রী আবার ফিরছেন পর্দায়। তবে কোনো ধারাবাহিকের হাত ধরে নয় কিন্তু, তাঁর দেখা মিলবে বড়পর্দায়। ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ (Prosenjit weds Rituparna) ছবিতে তার দেখা মিলবে। একঝলক দেখা মিলেছে তাঁর। এই ছবিতে অভিনয় করছেন ঈপ্সিতা মুখোপাধ্যায় এবং অভিনেতা ঋষভ বসু। দেখে যতটা সম্ভব বোঝা যাচ্ছে, ঈপ্সিতা মুখোপাধ্যায়ের দিদির ভূমিকায় আবার দেখা মিলবে তাঁর।

অভিনেত্রী ২০১৮ সালে বিয়ে করেন তাঁর দীর্ঘদিনের প্রেমিককে। তিনি কেরালার বাসিন্দা। তাই তাদের বিয়ে বাঙালি এবং দক্ষিণ ভারতীয় মতে হয়েছে। অভিনেত্রী নিজেও মিশে গিয়েছেন কেরালার আদব কায়দার সাথে। তবে অভিনেত্রীর স্বামী কিন্তু ইন্ডাস্ট্রির কেউ নন। তিনি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেন।


উল্লেখ্য, অভিনেত্রী এবং তাঁর স্বামী দুজনেই লাইম লাইটে কম থাকেন। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় মোটামুটি সক্ষম বলা যায়। তবে কখনও দেখা যায়না সাক্ষাৎকারে, কখনও দেখা যায়নি কোনো পার্টিতে। খুবই প্রফেশনাল তিনি। কখনো তাকে দেখা মেলেনা নেগেটিভ চরিত্রে। সবসময় পজিটিভেই বাজিমাত করেছেন। রিল লাইফে, শান্ত সুন্দর সহজ সরল স্বভাবের দেখা যায়, বাস্তবেও কিন্তু ঠিক তাই।

× close ad