সেটে আহত সিদ্ধার্থ, বন্ধ ‘মিঠাই’য়ের শুটিং! অনুরাগীদের চিন্তার মাঝেই আস্বস্ত করলেন অভিনেতা

জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল মিঠাই (Mithai)। রোজ সন্ধ্যা ৬ টায় সকলেই টিভির পর্দায় বসে পড়ে মিঠাই -আদৃতের প্রেম দেখতে। যদিও

Saranna

adrit roy aka siddharta give message to his fan soon he coming back on mithai

জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল মিঠাই (Mithai)। রোজ সন্ধ্যা ৬ টায় সকলেই টিভির পর্দায় বসে পড়ে মিঠাই -আদৃতের প্রেম দেখতে। যদিও এখন সেই প্রেমটা আর নেই। কারণ মিঠাই সব ভুলে গেছে, তাঁর মনেই পড়ছেনা সিদ্ধার্থকে। কারণ মিঠাই একটা বড়সড় আঘাতের সম্মুখীন হয়েছে, আর তাই সে সব ভুলে গেছে। তবে এবার শুধু মিঠাই নন, সিদ্ধার্থও বড়সড় আঘাতের সম্মুখীন হয়েছে।

আর সেই কারণেই আর দেখা যাচ্ছেনা সিদ্ধার্থকে। রাতুল-শ্রীতমার দূরত্ব ঘোচাতে ব্যস্ত হল্লা পার্টি। কিন্তু সেখানে নেই উচ্ছেবাবু। এর কারণ হিসেবে জানা যাচ্ছে, তিনি নাকি বড়সড় আঘাতের সম্মুখীন হয়েছে। তবে সেটা টিভির পর্দায় নয়, বাস্তবে বড়সড় আঘাতের সম্মুখীন হয়েছে সে। কারণ শ্যুটিং সেটেই নাকি খেলতে গিয়ে চোট পেয়েছেন।

adrit roy aka siddharta give message to his fan

এই চোট পাওয়ার কারণে তিনি ছুটি নিয়েছিলেন। শনিবার পায়ে চোট পান। খেলতে গিয়ে এই চোটের সম্মুখীন হন। হাসপাতালে ছিলেন। হাসপাতাল থেকে চোট সারিয়ে ফের শ্যুটিং সেটে ফিরেছেন। সম্প্রতি বুধবার শ্যুটিং সেটে ফিরেছেন। শ্যুটিং সেটে ফিরে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘তোমাদের জন্য ফিরে এলাম।

আপনারা যে উদ্বেগ দেখিয়েছেন তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ! আপনাদের ইচ্ছাকে ধন্যবাদ ! সমস্ত ফ্যান ক্লাব এবং প্রত্যেক ব্যক্তি যারা আমার দ্রুত আরোগ্য কামনা করেছেন তাদেরকেও ধন্যবাদ! আই লাভ ইউ! আমি বহু বছর পর ফটোশুট করেছি কারণ আমি ভেবেছিলাম যে আমি কিছুটা রোগা হয়েছি। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে একটু বেশি সক্রিয় থাকার চেষ্টা’।

mithai serial actor adrit roy aka siddharta give message to his fan

এই কথা শুনে অনুরাগীরা বেশ খুশি। কারণ তাদের পছন্দের মানুষ এখন সুস্থ হয়েছে। একজন তাই লিখেছেন, ‘খুব মিস করছিলাম তোমাকে। তুমি যে সুস্থ হয়ে আবার ফিরে এসেছ এটা শুনে শান্তি পেলাম। গোপাল যেন সবসময় তোমাকে ভালো রাখে’। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় তিনি সক্রিয় নন। এবার সক্রিয় দেখে অনুরাগীরাও আপ্লুত। অনেকেই বলেছেন, ‘অমাবস্যার চাঁদ কোথায় থেকে উদয় হলেন, এই মাঝ রাতে’।

× close ad