জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিকটি সকল ধারাবাহিকের উর্ধ্বে স্থান নিয়েছে। উর্ধ্বে স্থান নেওয়ার অনেক কারণ রয়েছে, প্রথমত ধারাবাহিকের সুন্দর সুন্দর কাহিনী। দ্বিতীয়ত ধারাবাহিকের সুন্দর কাস্টিং। তৃতীয়ত ধারাবাহিকের একের পর এক নিত্যনতুন চমক। এছাড়াও আরও অনেক পর্যায়ে এর জনপ্রিয়তাকে ব্যাখা করা যায়।
যারা ধারাবাহিকটি দেখেন তারা তো জানেনই, ধারাবাহিকটি এখন লিপ নিয়েছে। মিঠাই এর বদলে এসেছে মিঠি। এই মিঠিকে মনোহরার সবাই মেনে নিলেও মানতে নারাজ অনুরাগীরা। তারা চান তাদের সেই মিঠাই কেই। লেখিকার কাছে বারবার তারা আবেদন করেছেন মিঠাই যেন ফিরে আসে। আর এই আবেদনে লেখিকা ম্যাডাম যে সাড়া দিয়েছেন তা বোঝায় যাচ্ছে। ধারাবাহিকে মিঠাই এর ফেরার অনেক ইশারা দিচ্ছেন লেখিকা।
সম্প্রতি একটা ভাইরাল হওয়া প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে, মিঠাই যেখানে পুড়ে গিয়েছিল, সেই জায়গায় উপস্থিত হয়েছে সিড। সেখানে গিয়ে, সিড বলে, ‘আই অ্যাম সরি, আমি আজ পর্যন্ত তোমার মৃত্যুর রহস্যের কিনারা করতে পারিনি। আমি জানি এটা একটা অ্যাক্সিডেন্টাল ডেথ ছিল না এটা মার্ডার ছিল। তোমার উচ্ছে বাবু একদম ভেঙে পড়ছে’।
এরপরই দেখা যায়, মিঠাই কে। সে এসে বলে, ‘এইবার সব রহস্যের সমাধান হবে উচ্ছে বাবু’। এই দৃশ্য দেখে সকলেই আপ্লুত। মিঠাই বেঁচে আছে। এই দৃশ্য দেখে আবার অনেক অনুরাগী হিন্দির জনপ্রিয় সিনেমা ‘ওম শান্তি ওম’ এর সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘গরিবের ওম শান্তি ওম’।
আবার কেউ কেউ রাজ চক্রবর্তীর কাছে আবেদন জানিয়ে বলছেন, ওম শান্তি ওমের রিমেক করে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) আর আদৃত রায় (Adrit Roy) কে এই সিনেমায় অভিনয় করান। আবার কেউ কেউ ‘প্রজাপতি’ ও ‘টনিক’ সিনেমার পরিচালকের কাছে আবেদন জানিয়েছেন সৌমিতৃষা আর আদৃত কে সিনেমায় সুযোগ দেওয়া হয়। এবার দেখা যাক, পরিচালকেরা অনুরাগীদের কথা শোনেন কিনা। অনুরাগীরা আশাবাদী পরিচালক তাদের কথার মান্যতা দেবেন।