উচ্ছেবাবুর জন্মদিন! মিঠাইয়ের শ্যুটিং ফ্লোরেই হল আদৃতের বার্থডে সেলিব্রেশন

আজ বাংলা বিনোদন জগতের মিঠাই ধারাবাহিক খ্যাত জনপ্রিয় অভিনেতা আদৃত রায় (Adrit Roy) এর জন্মদিন। আর তার জন্মদিন পালন করতে মিঠাইয়ের সেটা পৌঁছে গেল হাজারো

Desk

adrit roy birthday celebration on mithai shooting floor

আজ বাংলা বিনোদন জগতের মিঠাই ধারাবাহিক খ্যাত জনপ্রিয় অভিনেতা আদৃত রায় (Adrit Roy) এর জন্মদিন। আর তার জন্মদিন পালন করতে মিঠাইয়ের সেটা পৌঁছে গেল হাজারো দর্শক। যদিও আদৃত নিজেই তার ভক্তদের জন্য করে দিয়েছিলেন এই সুবর্ণ সুযোগ। আদৃত একপ্রকার তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। আদৃত তার ভক্তদের উদ্দেশ্যে আজকে সকলের সাথেই দেখা করবেন বলে জানিয়েছিলেন।

আদৃত রায় (Adrit Roy) তার নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে তার ভক্তদের উদ্দেশ্যে পোস্ট করেছিলেন ২৫ শে মে অর্থাৎ আজ তার জন্মদিন উপলক্ষ্যে তার ফ্যানেদের জন্য মিঠাইয়ের শ্যুটিং ষ্টুডিও ভাগ্যলক্ষীর দরজা সকলের জন্য খোলা থাকবে। আর যে চাইবে সে এসে আদৃতের সাথে দেখা করতে পারে। আদৃতের এই পোস্ট তার ভক্তদের কাছে সুবর্ণ সুযোগ ছিল।

adrit roy birthday celebration on mithai shooting spot

মিঠাইয়ের শ্যুটিং ফ্লোরে আদৃতের জন্মদিন পালন : (Adrit Roy Birthday Celebration on Mithai Set)

আর আজ হাজার হাজার ভক্ত ভাগ্যলক্ষী ষ্টুডিওতে (Bhagyalaxmi Studio) জড়ো হয়েছিলেন তাদের প্রিয় সিডি বয় এর জন্মদিন পালন করতে। ভক্তরা তার জন্য কেক, পায়েস সব নিয়ে এসেছিলেন। একটি ভক্তকে ভিডিওয় দেখা যাচ্ছে তার কপালে পুজোর ফুল ছুঁইয়ে  তাকে প্রসাদ খাইয়ে দিচ্ছেন। ভক্তদের এমন ভালোবাসায় অভিনেতা বেশ আনন্দ পেয়েছেন। তার জন্মদিনের এই সেলিব্রেশনের টুকরো ছবি ভিডিও আদৃত শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

A post shared by ADRIT ROY (@adritroyfc)

আরও পড়ুনঃ মিঠাইতে অ্যাঞ্জির ভোলবদল! ‘ভালো সাজার নাটক করছে’ মন্তব্য মিঠাই প্রেমীদের

মিঠাইতে (Mithai) সিদ্ধার্থ ও মিঠাইয়ের জনপ্রিয়তা বহুগুন। তারা যেন দর্শকের ঘরের মানুষ। আর অভিনেতার থেকে এমন অহংকার শুন্য আচরণ পেয়ে ভক্তরা তাকে আরো বেশি করে ভালোবাসা দিয়েছেন। তার থেকে বন্ধুসুলভ আচরণ পেয়ে অনেক ভক্তই তাকে ধন্যবাদ জানিয়েছেন। শুভেচ্ছার সাথে সাথে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় অনেককিছুই লিখেছেন তার প্রতি ভালোবাসা থেকে। একজন ভক্ত লিখেছেন ‘বড়ো মানুষ সেই হয় যার সাথে একসাথে হাঁটলে নিজেকে ছোট বলে মনে হয় না’।

× close ad