আবহাওয়ার খবর : আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই নামবে বৃষ্টি বাংলার এই ৫ জেলায়

আবহাওয়ার খবর : দেখতে দেখতে এপ্রিল মাস পরে গেল। তবে এপ্রিলের ২ তারিখ হয়ে গেলেও গরমের হাত থেকে নিস্তার নেই। তবে গলদঘর্ম হয়ে থাকা বঙ্গবাসীর

Desk

aajker abohaowar khobor weather update

আবহাওয়ার খবর : দেখতে দেখতে এপ্রিল মাস পরে গেল। তবে এপ্রিলের ২ তারিখ হয়ে গেলেও গরমের হাত থেকে নিস্তার নেই। তবে গলদঘর্ম হয়ে থাকা বঙ্গবাসীর জন্য ভালো খবর জানিয়েছে আবহাওয়া দফতর। তাপমাত্রা বেশ কিছুটা উর্দ্ধমুখী থাকলেও উত্তর ও দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বৃষ্টি হলে এই জেলাগুলির তাপমাত্রা কিছুটা কমবে। তবে বাতাসের জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বাড়বে বেশ কিছুটা।

আজকের আবহাওয়া (Weather Report)

গতকাল অর্থাৎ শুক্রবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, আকাশ মেঘে ঢাকা থাকবে। দক্ষিণবঙ্গের  বাসিন্দাদের জন্যও এদিক খুশি খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  তবে বাকি যে জেলাগুলিতে বৃষ্টি হবে না, সেগুলিতে বাতাসের আর্দ্রতার কারণে অস্বস্তি আরও বাড়তে পারে। আজকের দিনে কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩° এবং ২৮° সেলসিয়াস থাকবে।

Weather Update Chances of Rain

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করেছে উত্তরবঙ্গে। যে কারণে আগামীকাল অর্থাৎ ৩রা এপ্রিলের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়।  একপ্রকার বলা যেতে পারে রবিবারে ভিজতে পারে উত্তরবঙ্গের মাটি। আর আগামী ৫ দিন মত একই ধরণের আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।

এবার আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া খবরে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই জেলা গুলিতে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। বাকি জেলায় মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ৩°সেলসিয়াস মত বাড়তে পারে। তবে বৃষ্টি হলে সেখানে ১-২° কমবে তাপমাত্রা।

আগামী কালের আবহাওয়ার খবর

আগামীকালের আবহাওয়ার খবর বলতে গেলে কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩২° সেলসিয়াস ও ২৮° সেলসিয়াস থাকবে। এছাড়াও উত্তরবঙ্গের একাধিক জেলা মেঘাছন্ন হয়েই থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যেমন বেড়েছে তেমনই থাকবে অর্থাৎ অস্বস্তি বজায় থাকবে।

× close ad