‘সারাজীবন পর্দার পিছনেই থাকবে তুমি’! নিন্দুকের মুখে ছাই দিয়ে আজ পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফড়িং

বাংলা টেলিভিশনের একটি জনপ্রিয় ধারাবাহিক হল, ‘আলতা ফড়িং’ (Alta Phoring)। এই ধারাবাহিক বেশ জনপ্রিয় সকলের কাছে। এই ধারাবাহিকের কাহিনী অনুযায়ী, গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক জিমন্যাস্ট

Saranna

alta phoring actress humiliating by troller befor acting

বাংলা টেলিভিশনের একটি জনপ্রিয় ধারাবাহিক হল, ‘আলতা ফড়িং’ (Alta Phoring)। এই ধারাবাহিক বেশ জনপ্রিয় সকলের কাছে। এই ধারাবাহিকের কাহিনী অনুযায়ী, গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক জিমন্যাস্ট যার নাম ফড়িং নস্কর । তাঁর মাও রেসলিং-এ রাজ্যস্তরে চ্যাম্পিয়ন হন। কিন্তু নেপোটিজমের কারণে সরে যেতে হয় তাঁকে। সব পরিচয় মুছে ফেলে এখন সে ইটভাটার কর্মী। কিন্তু তাঁর মেয়ে মায়ের ভুলে যাওয়া প্রতিভাকে নিজের জীবনে নিয়ে আসবে। এই ওঠা পড়ার মধ্যে দিয়েই এগোয় কাহিনী।

আলতার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী খেয়ালী মন্ডল (Kheyali Mondal) । অভিনেত্রী দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কুস্তিয়া গ্রামের মেয়ে। বর্তমানে শ্যুটিং এর জন্য কলকাতায় রয়েছেন দিদির বাড়িতে। অভিনেত্রী এখন টেকনো ইন্ডিয়া কলেজ থেকে বিবিএ ফার্স্ট ইয়ারে পড়ছেন। পড়াশোনার পাশাপাশি এত সুন্দর অভিনয়টাও করছেন।

alta phoring actress kheyali mondal humiliating by troller befor acting

অভিনেত্রী কিন্তু বাস্তবেও খুব ভালো জিমন্যাস্টিকস করে। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমি ক্লাস ফাইভ থেকেই জিমন্যাস্টিকস শিখি, বাড়ির কাছেই একটা কোচিং এ ট্রেনিং নিতাম। মূলত নাচের কারণেই আমাকে জিমন্যাস্টিকস শিখতে হত। এখন সময়ের অভাবে ক্লাবে যাওয়া হয়না, কিন্তু আমি অনুশীলন করতে ছাড়িনি’।

কখনো ভাবেননি অভিনয় করবেন, নাচ দিয়েই শুরু হয়েছিল তাঁর কেরিয়ার । ২০২০ তে নাচের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন। অভিনেত্রীর মায়ের ইচ্ছা ছিল মেয়ে অভিনেত্রী হোক, তাই খেয়ালী অডিশন দিতে থাকেন, কিন্তু অডিশনে কখনও সিলেক্ট হননা, বারবার হতাশ হয়ে ফিরে আসেন। তাঁকে এজন্য শুনতে হয়েছে, ‘কখনও তুমি সবার সামনে আসতে পারবেনা, তোমাকে পিছনেই থাকতে হবে’।

alta phoring actress kheyali mondal

আরও পড়ুনঃ বাদ পড়তে পড়তে একসময় ছেড়ে দিয়েছিলেন অভিনয়ের আশা! আজ সকলের কাছে প্রিয় ‘ফড়িং’ অভিনেত্রী

তারপর এমন সময় তাঁর কাছে সুযোগ আসে ‘আলতা ফড়িং’ এর। অডিশন দেন জিমন্যাস্টিকস এর। জিমন্যাস্টিকসই তাঁকে লিড চরিত্রে অভিনয়ের সুযোগ এনে দেয়। যদিও এর আগেও তিনি অভিনয় করেছেন, ‘মৌ-এর বাড়ি’ ধারাবাহিকে। তবে সেটা ছিল পার্শ্ব চরিত্র। কিন্তু তিনি চেয়েছিলেন লিড চরিত্রে অভিনয় করতে। এইসব সমালোচকদের দেখিয়ে দিয়েছেন, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ঘুরে দাঁড়ানো যায়।

 

View this post on Instagram

 

A post shared by Kheyali Mondal (@kheyaliofficial)


প্রসঙ্গত, সাধারণত বর্তমান সময়ে নবাগতা অভিনেত্রীরা নিজেদের সৌন্দর্যেই অভিনয় দুনিয়ায় আসেন, কিন্তু খেয়ালী মন্ডল সুন্দরী হয়েও অডিশনে অংশগ্রহণ করেও সুযোগ পাননি একসময় বার বার প্রত্যাখ্যাত হওয়ার পরে জিমন্যাস্টিকস এবং দক্ষ নাচের দ্বারা আজ সে অভিনয়ের সুযোগ পেয়েছেন। অভিনয়ের সুযোগ পেয়ে সে বেশ খুশি। কিন্তু তবুও কোথাও স্কুল বা কলেজে সেই শিক্ষার্থীর সাধারণ জীবনযাপনটা তিনি পাননি। এটা অভিনেত্রীর জীবনে একটা বড়ো আক্ষেপ। তবে এই অভিনয়ের মধ্যে দিয়েই তিনি এখন এগিয়ে যেতে চান।

× close ad