মা হতে চলেছে ফড়িং! এক বছর ধরে তো ব্যাংকবাবু ভিলেন, ট্রোলের মুখে নতুন ট্র্যাক

বাংলার ধারাবাহিক চ্যানেল গুলোতে যেন নতুনের রমরমা বাজার চলছে। আর এই নতুনের ভিড়ে পুরানো গুলো যেন নিস্ক্রিয় হয়ে যাচ্ছে, আর তাই তো পুরানো ধারাবাহিকে আনা

Saranna

alta phoring new twist phoring going to be a mother

বাংলার ধারাবাহিক চ্যানেল গুলোতে যেন নতুনের রমরমা বাজার চলছে। আর এই নতুনের ভিড়ে পুরানো গুলো যেন নিস্ক্রিয় হয়ে যাচ্ছে, আর তাই তো পুরানো ধারাবাহিকে আনা হচ্ছে একের পর এক নিত্যনতুন চমক। যা দেখে বেশ চমকে যাচ্ছেন দর্শকরা। প্রত্যেকটি ধারাবাহিকেই ঘটছে একই ঘটনা। সম্প্রতি এরকমই নতুন চমক দেখা গেল, সকলের জনপ্রিয় ধারাবাহিক ‘আলতা ফড়িং’ (Alta Phoring)-এ। 

এই ধারাবাহিকটি শুরু থেকেই সকলের কাছে ছিল বেশ জনপ্রিয় । কারণ ধারাবাহিকটি একেবারে অন্যরকম ছিল। ছিলোনা কোনো পারিবারিক কূটকাচালি। বরং ছিল স্বপ্ন সত্যি হওয়ার লড়াই। ফড়িং জিমন্যাস্টিকস এ বেশ পারদর্শী। আর এই পারদর্শীতা কে কেন্দ্র করেই ধারাবাহিকের সূচনা। ফড়িং এর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী খেয়ালি মন্ডল (Kheyali Mondal)। আর তাঁর বিপরীতে অভ্রর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অর্ণব ব্যানার্জি।

phoring going to be a mother

এই প্রথম কোনো ধারাবাহিকে এমন উল্টো ঘটনা ঘটেছে। আমরা সবসময় জানি নায়ক ভালো মানুষ হয়। কিন্তু এই ধারাবাহিকে একেবারেই অন্য। নায়ক হয়ে গেছে খলনায়ক আর তার পরিবর্তে এসেছে নতুন নায়ক। টিআরপি বাড়ানোর জন্য এমন উল্টো কীর্তিকলাপ। ধারাবাহিকের নায়িকার সাথে বিয়ে হয়ে গেছে নতুন নায়ক অর্জুনের সাথে। আবার অর্জুন ও অভ্র একই বাড়ির ছেলে। দুই ভাই তারা।  

এইসব কীর্তিকলাপের পর দেখা গেল আরও একটি ঘটনা, শোনা যাচ্ছে মা হতে চলেছে ফড়িং। এবারই প্রশ্ন ওঠে এই সন্তানের বাবা কে? তবে যতদূর সম্ভব মনে করা হচ্ছে, এই সন্তানের বাবা অভ্র। আগামী এপিসোড গুলোতেই বোঝা যাবে।তবে এক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমি একটু আগে এই গ্ৰুপে পোস্ট করেছিলাম যে ফড়িং মা হতে চলেছে। সেই পোস্টে আমায় অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে ফড়িং এর সন্তানের বাবা কে?

তবে আমি কারোর কমেন্টের রিপ্লাই দিতে পারি নি , তার জন্য একান্ত ভাবে দুঃখিত । তার কারন কিছু সমস্যার জন্য আমি কোনো গ্ৰুপেই কমেন্ট করতে পারছি না। যাইহোক আপনাদের প্রশ্নের উত্তর হল : – ফড়িং এর সন্তান এর বাবা অভ্রদ্বীপ । এবার আপনারা নিশ্চয়ই বলবেন যে ফড়িং & অভ্রদ্বীপ এতদিন আলাদা থেকেও এসব কিভাবে হলো? তাদের উদ্দেশ্যে বলছি এটাই বাংলা ধারাবাহিক এর সাইন্স’। 

Related Post