‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে’র শুরুর দিনক্ষণ প্রকাশ পেতেই বন্ধের মুখে এই ধারাবাহিক!

স্টার জলসায় (Star Jalsha) দেখা গিয়েছিল নতুন ধারাবাহিকের প্রোমো। কিন্তু প্রোমো দেখা দিলেও, দেখা যায়নি সম্প্রচারের দিনক্ষণ। তাই নিয়ে সকল দর্শকরাই চিন্তিত, প্রোমো এসে গেল,

Saranna

alta phoring replaced by komola o sreeman prithviraj

স্টার জলসায় (Star Jalsha) দেখা গিয়েছিল নতুন ধারাবাহিকের প্রোমো। কিন্তু প্রোমো দেখা দিলেও, দেখা যায়নি সম্প্রচারের দিনক্ষণ। তাই নিয়ে সকল দর্শকরাই চিন্তিত, প্রোমো এসে গেল, কিন্তু সম্প্রচারের দিনক্ষণ এল না। তাহলে কবে আসবে? এটাই সবার মনে প্রশ্ন। দর্শকদের সকল চিন্তা দূর করে চ্যানেল কর্তৃপক্ষ আনল দারুণ সুখবর। প্রকাশ্যে এল এক নতুন ধারাবাহিকের শুরুর দিনক্ষণ।

স্টার জলসায় দেখা গিয়েছে, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’এর (Komola O Sreeman Prithviraj) প্রোমো ভিডিও। স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি একটি প্রেমকাহিনী। প্রথম প্রোমো ভিডিও সকল দর্শকদের মন কেড়ে নিয়েছে। কিন্তু সকলে আর অপেক্ষা সইতে পারছেন না, সকলেই দিন গুনছে কবে আসবে ধারাবাহিক? কিন্তু এখনো পর্যন্ত ধারাবাহিকের স্লটই ঘোষণা হয়নি। সবাই ভাবছিল, তাহলে কি আর স্লট পাবেনা?

komola o sreeman prithviraj new promo on air

কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়, সামনে এল এই নতুন ধারাবাহিকের শুরুর দিনক্ষণ। জানা যাচ্ছে, আগামী ১৩ মার্চ থেকে সন্ধ্যে ৬:৩০ টার স্লটে দেখানো হবে এই ধারাবাহিক। বর্তমানে এই স্লটে দেখা যায়, ‘আলতা ফড়িং’ (Alta Phoring)। তাহলে কি শেষ হচ্ছে আলতা ফড়িং? এই খবর এখনও মেলেনি। অন্যদিকে এই স্লটে জি বাংলায় দেখা যায় ‘ খেলনা বাড়ি’। অন্যদিকে আবার এই স্লটে চাইছেন ‘রামপ্রসাদ’ কে।

দর্শকদের এই ভিন্ন মতের কারণ হচ্ছে, জি বাংলাতে এই স্লটে দেখা যায় ‘খেলনা বাড়ি’। এই ধারাবাহিক অনেক শক্তিশালী , তাই এত শক্তিশালী স্লটে চাইছেন না কমলা ও শ্রীমান পৃথ্বীরাজকে রাখতে। এখন শেষমেশ কি হয় সেটাই দেখার। উল্লেখ্য, এই ধারাবাহিকে কমলার চরিত্রে অভিনয় করছেন, অয়ন্যা চট্টোপাধ্যায়।

star jalsha serial alta phoring replaced by komola o sreeman prithviraj

আর পৃথ্বীরাজের ভূমিকায় রয়েছেন সুকৃত সাহা। এছাড়াও রয়েছেন, কুশল চক্রবর্তী, অভিজিৎ গুহ, গীতশ্রী রায়, সুভদ্রা চক্রবর্তী প্রভৃতি শিল্পীরা। অন্যদিকে, হয়ত এই মার্চেই শুরু হবে ‘রামপ্রসাদ’। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন, সব্যসাচী চৌধুরী। এছাড়াও থাকছেন, সুম্মিলি আচার্য এবং অভিনেত্রী পায়েল দে সহ আরও অনেকে।

Related Post