ধারাবাহিকের ভগবান কেমন কৃপা করবেন? তার উত্তর পাওয়া যায় বৃহস্পতিবার। ধারাবাহিকের নির্মাতা থেকে কলাকুশলী, কলাকুশলী থেকে দর্শক সকলেই অপেক্ষায় থাকেন এই উত্তরের। আসলে ধারাবাহিকের ভগবান টিআরপি তাই সকল মানুষের মনেই একটা সংশয় থাকে এ সপ্তাহে ভালো ফলাফল করবে তো? আজ বৃহস্পতিবার টিআরপি তালিকা লক্ষ্য করলে দেখা যাবে টিআরপি টপার ধারাবাহিক স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) নেই এক নম্বরে।
এক নম্বরে রয়েছে জগদ্ধাত্রী। অনুরাগের ছোঁয়া এক নম্বরে নেই এই ঘটনা দেখে সকলেই হতভম্ব। যে ধারাবাহিক টানা ২৯ সপ্তাহ ধরে টিআরপি টপার হয়ে এসেছে, সেই ধারাবাহিক আজ দ্বিতীয়তে? এর কারণ কি? এর উত্তর দিতে তৈরি হয়েছে দুটি দল। একটি দল বলছেন ধারাবাহিকের কাহিনীর জন্য আর একটি দল বলছে সূর্য-দীপা অর্থাৎ দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta) এবং স্বস্তিকা ঘোষের (Swastika Ghosh) ব্যক্তিগত সম্পর্কের ভাঙনের জন্য।
আসলে কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল দুজনে সম্পর্কে আবদ্ধ ছিলেন। কিন্তু হঠাৎ তারা একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দেয়। তার থেকেই বোঝা গিয়েছিল সম্পর্কে চিড় ধরেছে, তাদের মধ্যে নেই কোনো ভালো সম্পর্ক। আর তার থেকেই তৈরি হয়েছে তিক্ততা। আর সেই তিক্ততার প্রভাব পড়েছে ধারাবাহিকে। আর সেই কারণেই টিআরপি তলানিতে।
অতীতে এরকমটা দেখা গিয়েছিল মিঠাই ধারাবাহিকে। সৌমিতৃষা আর আদৃতের তিক্ত সম্পর্কের জেরে ধারাবাহিকের টিআরপিও তলানিতে ঠেকেছিল। প্রথম দিকে যে ধারাবাহিক ছিল ৫২ সপ্তাহ ধরে টিআরপি টপার। সেই ধারাবাহিক গিয়ে পড়ল তলানিতে। তাই দর্শকদের অনুমান অনুরাগের ছোঁয়া হয়ে উঠছে মিঠাই ২।
অন্যদিকে কিছু দর্শক দায়ী করছেন ধারাবাহিকের কাহিনী নিয়ে। আজ কতদিন হয়ে গেল সূর্য আর দীপা সেই দূরে দূরেই রয়েছে। দুজনের মিলই হচ্ছেনা। অনুরাগীরা আর কত কষ্ট দেখবেন, কত ধৈর্য্য দেখবেন। সবকিছুর তো শেষ আছে। ধৈর্য ধরে রেখে রেখে বোর হচ্ছেন, ধারাবাহিক বিমুখ হচ্ছেন তাই টিআরপির এমন দশা।