এভাবে পাখা পরিষ্কার করলে হাওয়া বেড়ে যাবে কয়েকগুন, রইল এই ৪ জরুরি টিপস

গরম মানেই পাখা। পাখা ছাড়া আমরা একমুহূর্ত থাকতে পারি না। এসি থাকলেও পাখা ব্যবহার করি। কিন্তু এই পাখা আমাদের এতটাই দরকারী যে, পাখা খারাপ হয়ে

Saranna

apply these 4 tips for cleaning fan for best wind

গরম মানেই পাখা। পাখা ছাড়া আমরা একমুহূর্ত থাকতে পারি না। এসি থাকলেও পাখা ব্যবহার করি। কিন্তু এই পাখা আমাদের এতটাই দরকারী যে, পাখা খারাপ হয়ে গেলে বিপদে পড়ি আমরাই। আমরা সবসময় ঘর পরিষ্কার করি, খাটের তলা মুছে নিই, জামা কাপড় পরিষ্কার করি। বাড়ির আসবাবপত্রও পরিষ্কার করি। কিন্তু খুব কম সংখ্যক মানুষ এই পাখা পরিষ্কার করি।

প্রায়শই সবার বাড়িতে দেখা যায়, শীতকালে পাখা ব্যবহার হয় না। বন্ধ থাকে, আর তাই খারাপ হয়ে যায়। আর তখনই পাখা খুলে নিয়ে পাখা পরিষ্কার (Fan Cleaning) করি। কিন্তু এই খারাপ হওয়ার পিছনে পাখা বন্ধ একমাত্র কারণ নয়, পাখায় ধুলোময়লা পড়ার কারণেই পাখার চলন ক্ষমতা কমে যায়। কিন্তু আমরা যদি পাখাকে ঠিকঠাকভাবে যত্ন করি, তাহলে আর পড়তে হয়না এই সমস্যার মুখে। কি করে পরিষ্কার করবেন পাখা? জেনে নিন।

these 4 tips for cleaning fan for best wind

প্রথম পদ্ধতি : প্রথমে খারাপ বিছানার চাদরের উপর ফ্যানটা রাখুন। এরপর একটা শুকনো কাপড় নিয়ে হালকা হাতে ফ্যানের ব্লেট গুলো মুছে নিন। এরপর ভেজা কাপড় দিয়ে আর একবার ময়লা মুছে নিন। তাহলেই পুরো ব্লেট টা ভালো করে পরিষ্কার হয়ে যাবে।

দ্বিতীয় পদ্ধতি : পাখার ব্লেট গুলোকে পুরানো বালিশের কভারের মুখে ঢুকিয়ে রাখুন। এরপর হালকা করে টেনে নিন। দেখবেন কভারের মধ্যে ময়লা গুলো চলে এসেছে আর ব্লেট টাও পরিষ্কার হয়ে গেছে।

4 tips for cleaning fan

তৃতীয় পদ্ধতি : ফ্যান পরিষ্কার অনেক সময় শুকনো কাপড় দিয়ে হয় না, আর তাই যদি একটি পাত্রে জল, ডিটারজেন্ট আর খাবার সোডা মিশিয়ে নিয়ে তাতে একটা কাপড় ভিজিয়ে নিয়ে সেই কাপড় দিয়ে পাখার ব্লেট টা পরিষ্কার করা যায়, তাহলে পুরো পরিষ্কার হয়ে যাবে।

চতুর্থ পদ্ধতি : ডিটারজেন্ট ও খাবার সোডা মিশ্রিত জলে কাপড় ভিজিয়ে পাখার ব্লেট গুলো মুছে নিন, এরপর খবরের কাগজ ওই জলে ভিজিয়ে পাখার ব্লেট গুলোকে মুছে নিন। একেবারে নতুনের মতো চকচক করবে।

Related Post