অডিশনের আগেই বাদ! অভিনেত্রী হয়ে ওঠার পথটা কেমন ছিল আরাত্রিকার? জানালেন নিজেই

Aratrika Maity : অভিনয় জগতের তারকাদের ঝা চকচকে জীবন দেখলে মনে হবে, তারা এই অভিনয় দুনিয়ায় খুব সহজেই এসেছেন। কোনোরকম কসরৎ করতে হয়নি, তবে এই

Saranna

aratrika maity openup about her struggle in acting

Aratrika Maity : অভিনয় জগতের তারকাদের ঝা চকচকে জীবন দেখলে মনে হবে, তারা এই অভিনয় দুনিয়ায় খুব সহজেই এসেছেন। কোনোরকম কসরৎ করতে হয়নি, তবে এই ধারণাটাই বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে ভুল। কারণ তারা বিনা বাঁধায় সবটা এমনি এমনি পেয়ে যাননি। প্রায় কমবেশি সকলকেই করতে হয়েছে অনেক স্ট্রাগল। আর তেমনই একজন সংগ্রামী অভিনেত্রী হলেন আরত্রিকা মাইতি (Aratrika Maity)। 

আরাত্রিকাকে বর্তমানে দেখা যাচ্ছে, জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’(Mithijhora)তে রাই- এর চরিত্রে। তাঁর চরিত্র এবং অভিনয় দর্শকদের বেশ পছন্দের। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছেন। এর আগে তিনি অভিনয় করেছিলেন জি বাংলার ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে। খেলনা বাড়ি ধারাবাহিক থেকেই তিনি জনপ্রিয় হন। কিন্তু এই জনপ্রিয়তার জন্য করতে হয়েছে অনেক কসরত। 

audience angry to see mithijhora serial sourjya's character

তবে এর  আগে অনেক ধারাবাহিকে অভিনয় করেছিলেন। ‘রানি রাসমণি’ ধারাবাহিক দিয়ে শুরু হয় তাঁর কেরিয়ার। একটা ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন। যেখানে তাঁকে কোনো ডায়ালগ বলতে হয়নি, শুধুই ছিল দাঁড়িয়ে থাকা। তারপর অভিনয় করেন অগ্নিশিখা ধারাবাহিকে, এখানেও লিড চরিত্রে অভিনয় করেছিলেন। পরপর তিনটে লিড চরিত্রে অভিনয় ,  এই পথ এতটাও সহজ ছিল না। 

শুরুতে অডিশন দিতে গিয়ে পড়েছেন ব্যর্থতার মুখে। পার্শ্ব চরিত্র থেকেও বাদ পড়েছেন। পড়েছেন নানারকম সমালোচনার মুখে। কেউ তাঁকে দেখে বলেছেন, একটু স্বাস্থ্যবান অভিনেত্রী দরকার। আবার কেউ বলেছেন একেবারে বাচ্চা বাচ্চা লাগছে। আবার কেউ কেউ অডিশন না নিয়েই বাদ দিয়েছেন, কারণ চেনা মুখের দরকার। এইসব নানান কারণে ব্যর্থ হয়েছেন।

this bengali serial actresses are very young age (aratrika maity)

তবে এখন ধারাবাহিকে বেশ চুটিয়ে কাজ করছেন। বড় পর্দাতেও দেখা যাবে খুব শীঘ্রই। সুযোগের অপেক্ষায় আছেন। বেশ কয়েকটা সুযোগ এসেছিল কিন্তু ধারাবাহিকের চুক্তিতে রয়েছেন যেহেতু, সেহেতু অন্যত্র যেতে পারবেন না। তবে এর জন্য আফসোস করছেন না, কারণ তিনি জানেন, আবারও আসবে সুযোগ। তার অপেক্ষাতেই রয়েছেন। দেখা যাক কবে আবার বড় পর্দায়  দেখা মেলে।

Related Post