‘ভূত নয় সে, নাম তার ভুতু’! ছোটপর্দা পেরিয়ে এবার বড় পর্দায় আর্শিয়া

সকলের প্রিয় ভুতু। সকলের কাছেই বেশ জনপ্রিয়। জি বাংলার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘ভুতু’। আট থেকে আশি সকলেই মগ্ন ছিলেন এই ধারাবাহিক দেখার জন্য। সকলের

Saranna

arshiya mukherjee debut on cinema soon

সকলের প্রিয় ভুতু। সকলের কাছেই বেশ জনপ্রিয়। জি বাংলার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘ভুতু’। আট থেকে আশি সকলেই মগ্ন ছিলেন এই ধারাবাহিক দেখার জন্য। সকলের বেশ পছন্দের ভুতু ধারাবাহিকের ভুতুকে। এই চরিত্রে যে অভিনয় করেছিলেন, তিনি হলেন আর্শিয়া মুখার্জী (Arshiya Mukherjee)। এই ধারাবাহিক তাঁকে জনপ্রিয়তা দিয়েছে।

তাঁকে শেষবার দেখা যায় ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’ ধারাবাহিকে। ভুতু অনুরাগীরা সকলেই ইচ্ছা প্রকাশ করছেন কবে ফিরবে আবার? জানা যাচ্ছে খুব শীঘ্রই ফিরতে চলেছে। ভুতু বললেই একটাই ছবি চোখে ভাসে একটা ঢলঢলে বড় শার্ট, এলোমেলো চুল আর দুষ্টু মিষ্টি হাসি। এটাই ছিল তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য। বর্তমানে সে জিডি বিড়লা স্কুলের ক্লাস সেভেনের ছাত্রী। অভিনয় থেকে নিজেকে দূরেই রেখেছেন।

arshiya mukherjee aka bhutu debut on cinema soon

কারণ এখন ব্যস্ত রয়েছেন পড়াশোনা নিয়ে। শেষবার তাঁকে দেখা যায় ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’ ধারাবাহিকে মীরাবাইয়ের ছোটবেলার চরিত্রে। কিন্তু কবে আবার ফিরবেন? অভিনেত্রীর মা জানিয়েছেন, বর্তমানে সে এখন পড়াশোনায় মনোযোগ দিচ্ছে। আর এখন যা বয়স, তাঁকে আর শিশু চরিত্রে মানাবে না। আবার বড় নায়িকার চরিত্রেও মানাবে না।

তবে এর মাঝামাঝি ভালো চরিত্রের সুযোগ এলে অবশ্যই করবে। তবে শোনা যাচ্ছে, সেই সুযোগ এসে গেছে। ‘রক্তরহস্য’ -র পরিচালক সৌকর্য্য ঘোষালের আসন্ন ছবিতে জয়া আহসানের ছোটবেলার চরিত্রে অভিনয় করবেন। এর আগেও তাঁকে দেখা গেছে ‘ককপিট’ সিনেমায়। এছাড়াও সে আপাতত ও টুকটাক বিজ্ঞাপন, ছোট ছোট চরিত্রের জন্য কাজ করছে। আসলে অভিনেত্রী নিজেও চাননা শিশু চরিত্রে অভিনয় করতে, সে চায় একটা দমদার চরিত্র।

arshiya mukherjee

তবে এসবের মাঝে ‘ভুতু’ ধারাবাহিকের হিন্দি ভার্সানে অভিনয়ের জন্য মুম্বই গিয়েছিলেন। সাথে ছিলেন তাঁর বাবা-মা। কিন্তু আর্শিয়ার দিদির পড়াশোনার জন্য আবার ফিরে আসেন কলকাতায়। তাঁর দিদি অদ্রিজা মুখার্জীও জনপ্রিয় অভিনেত্রী। তিনি অভিনয় করেছেন সান বাংলার দেবী ধারাবাহিকে।দুজনেই সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। সোশ্যাল মিডিয়ায়  রিলস ভিডিও করতে দেখা যায় দুজনকে।

× close ad