লাইট-ক্যামেরা-অ্যাকশন এর মধ্যে যারা থাকেন তাদের জীবন দেখে আমরা ভাবি, তাদের জীবন কাঁটাবিছানো নয়, তাদের জীবন সুন্দর এবং মসৃণ। কিন্তু আপাতদৃষ্টিতে দেখলে তাদের জীবন সত্যিই কি মসৃণ? না এই কথাটা ঠিক নয়, তাদের জীবনেও রয়েছে অনেক ওঠা পড়া, অনেক কাঁটা বিছানো। এরকমই জীবনের অধিকারী হলেন, জনপ্রিয় অভিনেতা শুভঙ্কর সাহা।
যিনি অভিনয় করছেন, জি বাংলার জনপ্রিয় সবেমাত্র শুরু হওয়া ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Hawa)। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন যিনি তিনি হলেন শুভঙ্কর সাহা (Shubhankar Saha)। এই অভিনেতার বিপরীতে রয়েছেন, জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। এই অভিনেতা নিজের জীবনকে গুটিয়ে নিয়েছিলেন। জীবনে এসেছে অনেক ঝড়। বাঁচার ইচ্ছায় চলে গিয়েছিল, সেইখান থেকে তিনি ফিরে এসেছিলেন।
২০১৬ সাল ছিল তাঁর জীবনের এক বিষাদময় অবস্থা। এই বছরে হারিয়েছেন, তাঁর প্রিয় মানুষদেরকে। প্রথমে হারিয়েছেন মাকে, তার তিন মাস পরেই হারিয়েছেন বাবাকে, এরপরই কয়েক মাসের ব্যবধানে হারিয়েছেন দিদিকে। এই কঠিন সময়ে পাশে ছিলেন একমাত্র তাঁর স্ত্রী বনানীকে। আর সেই সময়ের কঠিন অবস্থার কথা শোনালেন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে।
অভিনেতা বলেন, ‘সে এক কঠিন সময়। তার কয়েক মাস আগে আমার বড় দিদিকে হারাই। ২০১৬-২০১৭ একটা কঠিন সময়, আমার কাছ থেকে তিন জনেই চলে যায়। সেই সময় টা আমি একটা অদ্ভুত ডিপ্রেশনে চলে যাই। সেই সময় শ্যুটিং চলছে, কাজ করতে গিয়েছি, কিন্তু আমার সামনে কি চলছে সবটাই ধোঁয়াসা।
তো সেইখান থেকে আমার স্ত্রী বনানী আমাকে নতুন জগতে নিয়ে এসেছিল, সেখান থেকে আমার হাত ছাড়েনি’। তাঁর স্ত্রী বনানীকে অনেকেই বলেছিলেন তুই পারবিনা। এমন সময় গেছে দু চারদিন স্ত্রী কে চিনতে পারত না। নেশা করে ফেলত যখন-তখন। সেই জায়গা থেকে বনানী নিজের ধৈর্য ধরে রেখেছিল বলেই আজ শুভঙ্কর এই জায়গায় আসতে পেরেছে।