‘কার কাছে কই ন্যাকামোর কথা’, ধারাবাহিকের নতুন প্রোমো দেখে নাম বদলে দিলেন ক্ষুব্ধ দর্শকেরা!

Kar Kache Koi Moner Katha : পরাগকে আবারও সুযোগ দেবে শিমুল! 'কার কাছে কই মনের কথা'র নতুন প্রমো দেখে ক্ষিপ্ত দর্শক

Saranna

audience angry to see kar kache koi moner katha serial new promo

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Katha)। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র হল শিমুল। শিমুল আর পাঁচটা চরিত্রের মতো অবলা নয়, সে সবলা। এই চরিত্র দেখে দর্শকরা বেশ খুশিই হচ্ছিলেন, কিন্তু সাম্প্রতিক প্রোমো প্রকাশ পেতেই শিমুলের উপর ক্ষুব্ধ হচ্ছেন দর্শকরা। ধারাবাহিক যারা দেখেন তারা জানেনই মিথ্যা ভাবে শিমুলকে ফাঁসানো হয়েছে।

শিমুলকে যেতে হয়েছে জেলে। কিন্তু শিমুল যে নির্দোষ। আর তাকে নির্দোষ প্রমাণিত করতে তার শুভাকাঙ্ক্ষীরা শিমুলের জন্য উকিল ঠিক করে, আর পরাগরাও উকিল ঠিক করে। পরাগদের উকিল ভেবে নেয় শিমুলকে হারানো খুব সহজ, আর তাই মন-প্রাণ দিয়ে পরাগের জন্য লড়ছে, কিন্তু সবশেষে সত্যেরই তো জয় হয়। একথা সকলেই জানে।

kar kache koi moner katha serial is shimul get parag a chance

আর তাই তো আদালতে শিমুলেরই জয় হয়। শিমুলের কোনো দোষ নেই। যা দোষ ওই পরাগের। শিমুল নির্দোষ প্রমাণিত হতেই মধুবালা দেবীও তাকে বরণ করে ঘরে তুলতে চায়। কিন্তু শিমুল তা চায়না, সে ব্যাগপত্র নিয়ে বেড়িয়ে যায়। আর তখনই পরাগ হাতটা টেনে ধরে আর একটা কি সুযোগ দেওয়া যায়না। এরপর কি করবে শিমুল? পরাগের কাছে আবার ফিরে যাবে?

আরও পড়ুনঃ ‘ফেসবুকে ভালো লেগেছিল’, প্রেম থেকে সরস্বতী পুজো’র স্মৃতি নিয়ে আড্ডায় অঙ্কিতা

নাকি নিজের সিদ্ধান্তে সে অচল থাকবে? তা এখনো জানা যায়নি। তবে এর মাঝে উঠে এল দর্শকদের নানারকম মন্তব্য। তারা বলছেন শিমুলকে শতদ্রুর কাছে যেতে হবে না, শিমুল পরাগের কাছে যাক।দর্শকদের কথায়, ‘ধুর, পরাগের সাথে থাকার সিদ্ধান্ত নিলে এই সিরিয়াল আর দেখবোনা। বিপদের দিনে যেই মানুষটা পরিবার, সমাজ, নিজের সুনাম, চাকরি সবকিছুর সাথে লড়ে গেল।

kar kache koi moner katha serial parag understand her mistakes

নিজের সবকিছুকে বাজি রেখে শিমূলের জন্য আপ্রাণ লড়ে গেল সেই শতদ্রুর কাছেই ওর যাওয়া উচিত এসব পাল্টি বাজদের ছেড়ে, শতদ্রুর সাথে এতবড় অন্যায় শিমূল করলে একদম বাজে দেখাবে বিষয়টা।’ আবার কেউ বলছেন শতদ্রু ভিলেন হয়ে যাবে। আবার একজন বলছেন ‘নাটকের নাম হওয়া উচিত ছিল- কার কাছে কই এমন ন্যাকামির কথা’।

× close ad