নেশাগ্রস্থের মত অভিনয় করছেন! মেয়েবেলায় ‘বীথি’ চরিত্রে ইন্দ্রানী হালদারকে আনার দাবি দর্শকদের

স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হওয়া একটি ধারাবাহিক হল, ‘মেয়েবেলা’ (Meyebela)। শুরু থেকেই এই ধারাবাহিক দর্শকমহলে বেশ জনপ্রিয়। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন স্বীকৃতি

Saranna

audience wants actress indrani halder as beethi in meyebela

স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হওয়া একটি ধারাবাহিক হল, ‘মেয়েবেলা’ (Meyebela)। শুরু থেকেই এই ধারাবাহিক দর্শকমহলে বেশ জনপ্রিয়। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন স্বীকৃতি মজুমদার এবং অর্পণ ঘোষাল। এছাড়াও এই ধারাবাহিকের নায়িকার শাশুড়ি বীথির চরিত্রে অভিনয় করছেন রূপা গাঙ্গুলী। ধারাবাহিকের মূল ইউএসপি বলা যেতে পারে। 

দীর্ঘ কয়েক বছর পর ফিরেছেন অভিনয় জগতে। এতদিন তাঁকে দেখা গিয়েছিল রাজনীতির ময়দানে। আর  তাই ধারাবাহিকের প্রোমো যখন প্রথম প্রকাশিত হয়, তাঁকে আবার পর্দায় দেখে অনেকেই অভিনেত্রীকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু বর্তমানে ধারাবাহিকের মাঝে তাঁর চরিত্র দেখে অনেকেই তাঁকে আর মেনে নিতে পারছেন না।

in meyebela audience wants actress indrani halder as beethi

ধারাবাহিকের কাহিনীতে দেখা যাচ্ছে, দর্শকদের পছন্দের মৌকে সহ্য করতে পারছেনা বীথি। আর তা দেখেই বীথি সকলের কাছে হয়ে উঠেছে খল। আসলে মৌয়ের মায়ের সাথে একটা তিক্তময় অতীত রয়েছে, আর তাই বীথি ভাবে মৌয়ের মায়ের মত মৌ-ও একরকম। আর তাই  মৌকে সহ্য করতে পারেনা। এর ফলস্বরূপ মৌয়ের প্রতি বিরূপ ব্যবহার করে বীথি । ফলে খুব ক্ষুব্ধ হয়ে উঠেছেন দর্শকরা। খুব আশা নিয়ে রূপা গাঙ্গুলীকে স্বাগত জানিয়েছিলেন, কিন্তু তাঁর চরিত্র যে এমন হবে কেউ ভাবতে পারেননি। 

আর তাই অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। একজন বলছেন, ‘বেয়াদব মহিলাটাকে দেখতেই মন চায় না। এমন ভাব ধরে বাড়ির সবাই খারাপ শুধু ওই ধোয়া তুলসি পাতা৷’ আর একজন লিখেছেন, ‘রূপা গাঙ্গুলি কে দেখলেই অসহ্য লাগে, সব সময় মনে হয় নেশাগ্ৰস্ত। ওর একটা ডায়ালগও বোঝা যাচ্ছে না। ওকে পরিবর্তন করে ইন্দ্রানী হালদার কে এই চরিত্রে   দিলে টিআরপি বাড়বে। রূপা গাঙ্গুলির অভিনয় একদম ভালো হচ্ছে না।

in meyebela audience angry on bithi's character

ভিলেন মনে হচ্ছে ওকে। বিরক্তিকর মহিলা একজন। এক নেটিজেন অস্বস্তিকর তকমা দিয়েছেন বীথির চরিত্রকে। তাঁর কথায়, ‘নেতিবাচক চরিত্র আর অস্বস্তিকর চরিত্র দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। নেতিবাচক চরিত্র সিরিয়ালে ঘাত প্রতিঘাত আনে, শয়তানি করে ইন্টারেস্ট বাড়ায়, শয়তান হলেও তাদের শয়তানি enjoy করে দর্শক। আর অস্বস্তিকর চরিত্র দর্শকদের বিরক্ত করে তোলে, এরকম চরিত্র দর্শক পছন্দ করে না। মেয়েবেলার বিথী হলো এরকম একটা অস্বস্তিকর চরিত্র। চূড়ান্ত লেভেলের অসহ্যকর একটা চরিএ। বিথীর অসভ্যতা দিন দিন বেড়েই চলেছে।

Related Post