Ranu Mondal : ‘মিস রানু মারিয়া’য় গান গাইতে অস্বীকার করলেন বাবুল সুপ্রিয়!বদলে গাইবেন কুমার শানু

সোশ্যাল মিডিয়ার ক্রেজ রানু মন্ডলের আবারও ভালো সময় ফিরতে চলেছে। তাকে নিয়ে বলিউডে তৈরী হতে চলেছে আস্ত সিনেমা। হ্যাঁ ঠিকই শুনেছেন, রানাঘাটের রানু মণ্ডলকে (Ranu

Desk

সোশ্যাল মিডিয়ার ক্রেজ রানু মন্ডলের আবারও ভালো সময় ফিরতে চলেছে। তাকে নিয়ে বলিউডে তৈরী হতে চলেছে আস্ত সিনেমা। হ্যাঁ ঠিকই শুনেছেন, রানাঘাটের রানু মণ্ডলকে (Ranu Mondal) নিয়ে হতে চলেছে সিনেমা। তার জীবন কাহিনী নিয়ে তৈরী হবে গোটা সিনেমাটি। অর্থাৎ রানু মন্ডলের বায়োপিক যার নাম ‘মিস রানু মারিয়া’। রাতারাতি জনপ্রিয়তা অর্জনকারী রানু মন্ডল  একসময় সকলের নজরে এসেছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

Ranu Mondal biopic

রানাঘাট স্টেশনে ভিক্ষারত এক ভিখারিনীর গানের প্রতিভা পথচলতি এক শ্রোতা আবিষ্কার করেন। ভিখারিনীর গানে মুগ্ধ হন তিনি। আর তার গানের একটি ভিডিও তৈরী করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর পরই ভাইরাল হয়ে পড়েন রানু মন্ডল। রাতারাতি চারিদিকে জনপ্রিয় হয়ে পড়েন তিনি। সুদূর মুম্বাই থেকে জনপ্রিয় গায়ক হিমেশ রেশমিয়া সেই প্রতিভাকে একটি সঠিক সুযোগের ব্যবস্থা করে দেন। হিমেশ রেশমিয়া ও রানু মন্ডল ডুয়েটে একটি গান রেকর্ডিং করেন।

”তেরি মেরি কাহানি’ গানটি মুক্তি পাওয়ার পর থেকে প্রতিটি পুজো মণ্ডপে গানটি দাপিয়ে বেরিয়েছে। সর্বত্র গানটি শুনতে পাওয়া গেছে। কিন্তু রানু মন্ডল (Ranu Mondal) যে সুস্থ মস্তিষ্কের মানুষ নন জনপ্রিয়তা পাওয়ার পর তা মানুষকে ভালোই বুঝিয়ে দিয়েছেন রানু। বারংবার সোশ্যাল মিডিয়ায় আজেবাজে ও বেফাঁস মন্তব্যের জেরে মানুষের প্রতি খারাপ ব্যবহারের দরুন  আবার পুরোনো স্থানে ফিরে যেতে সময় লাগেনি তার। তার ব্যবহার তাকে আবারও ভিখিরি বানিয়ে দিয়েছে।

Ranu Mondal biopic

তবে জানা গেছে, হিন্দি চলচ্চিত্র পরিচালক হৃষিকেশ মণ্ডল আবার রানু মণ্ডলকে ফিরিয়ে আনতে চলেছেন লাইম লাইটে। তাকে নিয়ে বায়োপিক তৈরী করছেন তিনি। শোনা গেছে, জনপ্রিয় সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়র এই সিনেমায় গান গাওয়ার কথা ছিল। তবে, তার বিরুদ্ধে কথা না রাখার অভিযোগ করেছেন ছবির পরিচালক। তিনি বলেছেন বাবুল সুপ্রিয় গান গাওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন অজুহাতে শুধু ডেট বদলাচ্ছেন। অথচ, অন্যান্য ছবির প্রচারের স্বার্থে রেকর্ডিং শুটিং সবটাই তিনি চালু রেখেছেন শুধু উক্ত ছবির গানের রেকর্ডিংয়ে তিনি হাজির হচ্ছেননা।

Ranu Mondal biopic

যদিও এই প্রসঙ্গে গায়ক বলেছেন, তিনি ইচ্ছে করে এইরকম কিছু ভেবে রেকর্ডিংয়ের ডেট পরিবর্তন করেননি। তিনি স্পষ্টত জানিয়েছেন তিনি এক দিনে বেশি গানের রেকপরডিং করেননা। তাতে গানের কোয়ালিটি খারাপ হতে পারে। সেটা তিনি কখনই চাননা। কিন্তু পরিচালক সেই কথা না বুঝলে তিনি এই গানের রেকর্ডিং আর করবেননা বলেই জানিয়ে দিয়েছেন। এখন শোনা যাচ্ছে, বাবুল সুপ্রিয়র পরিবর্তে এই গানের রেকর্ডিং কুমার শানু করতে পারেন।

× close ad