টলিপাড়ার পুরুষ রূপী নারী, যারা রূপের দিক থেকে হার মানাবে মহিলাদেরকেও!

Bengali Serial Actor : একটা সময় ছিল যখন অভিনয় দুনিয়ায় মেয়ের সংখ্যা ছিল কম। আর তাই ছেলেদের দিয়েই মেয়েদের পার্ট করানো হত। এখনও কিছু কিছু

Saranna

bengali serial this actor dressed women in serial

Bengali Serial Actor : একটা সময় ছিল যখন অভিনয় দুনিয়ায় মেয়ের সংখ্যা ছিল কম। আর তাই ছেলেদের দিয়েই মেয়েদের পার্ট করানো হত। এখনও কিছু কিছু গ্রামে গঞ্জে মা শীতলা কিংবা গ্রামের সাধারণ বউ এর সেই চরিত্রে অভিনয় করেন ছেলেরাই। তারা মেয়ে সেজেই এরূপ অভিনয় করছেন। এই ধারা যে আধুনিক প্ল্যাটফর্ম দুনিয়ায় হারিয়ে গেছে, তা কিন্তু নয়। এখনো বিভিন্ন ধারাবাহিকে আমরা এরূপ জিনিস দেখতে পায়। আসুন দেখে নিই ছোট পর্দার (Bengali Serial) কয়েকজন নারীরূপী পুরুষ অভিনেতাকে।

bengali serial actor prarabdhi singha aka joy dressed women in serial

প্রারব্ধী সিং (Prarabdhi Singha) : বর্তমানে প্রারদ্ধীর একটি রূপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা দেখে অনেকেই চিনতে পেরেছেন প্রারদ্ধীকে, আবার অনেকেই চিনতে পারেননি। প্রারদ্ধীকে এখন দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ অনুরাগের ছোঁয়া’ তে। এই ধারাবাহিকে কাহিনীর প্রয়োজনে সোনা-রূপার মন থেকে মিশকার ভয় দূর করতে লাল শাড়ি পড়ে মিশকা সেজেছিল।

bengali serial actor pratik sen aka khokababu dressed women in serial

প্রতীক সেন (Pratik Sen) : টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন। এই অভিনেতাকে স্টার জলসায় দেখা গিয়েছে। তাঁর অভিনীত শেষ ধারাবাহিক ‘এক্কাদোক্কা’। এই অভিনেতাকেও দেখা গেছে নারী রূপে। খোকাবাবু ধারাবাহিকে কাহিনীর প্রয়োজনে সেজেছিলেন ‘কান্তাবাই’।

bengali serial actor dibyojyoti dutta aka surja dressed women in serial

দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) : দিব্যজ্যোতির থেকে বর্তমানে তিনি জনপ্রিয় সূর্য হিসেবেই। অনেকেই তাঁকে এই নামে ডাকেন। অনুরাগের ছোঁয়া তাঁকে এত জনপ্রিয়তা এনে দিলেও এর আগে অভিনয় করেছেন অনেক ধারাবাহিকে। তার মধ্যে একটি ধারাবাহিক হল ‘চুনী পান্না’। এই ধারাবাহিকেই তাঁকে দেখা গেছে নারীরূপে।

bengali serial actor sourav chatterjee aka jiju in mithai dressed women in serial

সৌরভ চট্টোপাধ্যায় (Sourav Chatterjee) : টলিপাড়ার কমেডিয়ান অভিনেতা। যদিও বর্তমানে খল চরিত্র করছেন। তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘ সন্ধ্যাতারা’ ধারাবাহিকে। জি বাংলার ‘ মিঠাই’ ধারাবাহিকে ছিলেন কমেডি চরিত্রে। আর এখানেই সেজেছিলেন বুড়িমা।

bengali serial actor pradip dhar aka batabyal dressed women in serial

প্রদীপ ধর (Pradip Dhar) : টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা হলেন প্রদীপ ধর। এই মানুষটির কথা না বললে আজকের প্রতিবেদন অসম্পূর্ণ হয়ে যেত। কারণ এই অভিনেতা জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ তে সেজেছিলেন ‘ফুলমাসি’র চরিত্রে। আর তাকে দেখে অনেকেই ‘ঠাকুমার ঝুলি’- কার্টুনের বুড়িমার সাথে তুলনা করেছেন। সত্যিই তাই। হুবহু যেন একই রকম লাগছিল।

Related Post