সেরা পাঁচে জি-র পাল্লা ভারী! কে হল বেঙ্গল টপার? দেখুন TRP লিস্ট

বাঙালি দর্শকদের পছন্দের বিনোদন মানেই বাংলা সিরিয়াল। তবে কোন মেগা কতদিন চলবে সেটা শুধুই জনপ্রিয়তা নয় বরং নির্ভর করে টার্গেট রেটিং পয়েন্ট বা TRP এর

Nandini

Bengali Serial Target Rating Point List

বাঙালি দর্শকদের পছন্দের বিনোদন মানেই বাংলা সিরিয়াল। তবে কোন মেগা কতদিন চলবে সেটা শুধুই জনপ্রিয়তা নয় বরং নির্ভর করে টার্গেট রেটিং পয়েন্ট বা TRP এর উপরে। প্রতি সপ্তাহেই টিআরপি তালিকা প্রকাশ্যে আসে। ইতিমধ্যেই এসপ্তাহের তালিকা সামনে এসে গিয়েছে। কে হল নতুন বেঙ্গল টপার? চলুন দেখে নেওয়া যাক।

কোন মেগা হল বেঙ্গল টপার?

গত কয়েকবারের মত এবারেও জি বাংলার পরিণীতা সিরিয়াল ছক্কা হাঁকিয়েছে। হ্যাঁ এই নিয়ে টানা ৬ বার টিআরপি তালিকায় সেরার সিংহাসনে বসল পারুল ও রায়ানের জুটি। এবারে তাদের প্রাপ্ত পয়েন্ট ৭.৯। অবশ্যই হবে নাই বা কেন! যা সমস্ত টানটান উত্তেজনার পর্ব চলছে তাতে যে চোখ সরানো দায়।

এবার প্রশ্ন হল বেঙ্গল টপার তো হল, তাহলে বাকিরা কে কোথায়? উত্তরে জানা যাচ্ছে ৭.৫ পয়েন্ট সহ ফুলকি রয়েছে দ্বিতীয় স্থানে। এরপর তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী আর চতুর্থ স্থানে আছে কোন গোপনে মন ভেসেছে। অর্থাৎ সেরা পাঁচের মধ্যে চারটি মেগাই জি বাংলার। আর পঞ্চম স্থানে রয়েছে ষ্টার জলসার গীতা LLB।

বাংলা সিরিয়ালের টার্গেট রেটিং পয়েন্ট লিস্ট | Bengali Serial TRP List

পরিণীতা – ৭.৯
ফুলকি – ৭.৫
জগদ্ধাত্রী – ৭.৪
কোন গোপনে মন ভেসেছে – ৬.৯
গীতা LLB – ৬.৮

কথা – ৬.৫
রাঙ্গামতি তীরন্দাজ – ৬.২
মিত্তির বাড়ি – ৬.০
উড়ান – ৫.৭
গৃহপ্রবেশ – ৫.৫

সিরিয়াল ছাড়াও বাংলা রিয়েলিটি শোয়ের মধ্যে জি বাংলার সারেগামাপা ৫.৪ পয়েন্ট ও দিদি নাম্বার ওয়ানের সানডে ধামাকা পর্ব ৪.৪ পয়েন্ট পেয়েছে। তবে এরই মাঝে নতুন মেগার প্রোমোও রিলিজ হয়েছে। আশা করা হচ্ছে শীঘ্রই টাইমস্লট জানানো হবে।