TRP লিস্টে আবারও অঘটন! সেরার মুকুট হারাল মিঠাই, গাঁটছড়া, দেখুন সম্পূর্ণ তালিকা

বাঙালি বাড়িতে সন্ধ্যে নামলেই সিরিয়ালের পর্ব চালু হয়। পছন্দের মত সিরিয়াল দেখতে টিভির সামনে হাজির হন সকলেই। তবে বৃহস্পতিবার দিনটা যেন একটু বেশিই চিন্তা বেড়ে

Desk

Bengali Serial Target Rating Point List Dhulokona beats Mithai Gatchora in Serial TRP

বাঙালি বাড়িতে সন্ধ্যে নামলেই সিরিয়ালের পর্ব চালু হয়। পছন্দের মত সিরিয়াল দেখতে টিভির সামনে হাজির হন সকলেই। তবে বৃহস্পতিবার দিনটা যেন একটু বেশিই চিন্তা বেড়ে যায় দর্শকদের। কারণ সারা সপ্তাহের রিপোর্ট কার্ড বা টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) তালিকা প্রকাশ পায় এই দিনে। টিআরপি তালিকায় (TRP List) বিগত কয়েকমাস ধরে হয় ‘মিঠাই’ (Mithai) নয়তো ‘গাঁটছড়া’ (Gatchora) প্রথমস্থান দখল করে এসেছে। তবে এবারের তালিকায় অঘটন ঘটে গিয়েছে।

মিঠাই বা গাঁটছড়া দুজনের কেউই এবারের টিআরপি তালিকায় প্রথম হয়নি। বরং প্রথমস্থানে রয়েছে লালন-ফুলঝুরিরি (Lalon Fuljhuri) কাহিনী, ‘ধুলোকণা’ (Dhulokona)। হ্যাঁ শুনতে অবাক হলেও এটাই সত্যি, ফুলঝুরির জনপ্রিয়তার কাছে হার মেনেছে মিঠাই থেকে খড়ি। তাই বেঙ্গল টপার এই দুই সিরিয়ালকে টেক্কা দিয়ে টিআরপি তালিকায় প্রথম স্থানে ধূলোকণা।

Bengali Serial TRP Report 3rd March Gatchora beats Mithai again বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা

ধূলোকণা সিরিয়ালে লালন ও ফুলঝুরির বিয়ে হবে এই আশাতেই ছিল দর্শকেরা। কিন্তু সেটা হয়নি বদলে চড়ুইয়ের সাথে লালনের বিয়ে হয়ে গিয়েছে। এই বিয়ে স্পেশাল পর্বই দর্শকদের আকর্ষিত করেছে। যার ফলে বাকি সকল সিরিয়ালকে টপকে সোজা প্রথম স্থানে চলে গিয়েছে ধূলোকণা। এসপ্তাহের টিআরপি তালিকায় ৮.১ পয়েন্ট পেয়েছে ধূলোকণা।

ধূলোকণার ঝড়ে কিছুটা পিছিয়ে পড়েছে মিঠাই ও গাঁটছড়া দুজনেই। সামান্য একটুর জন্য পিছিয়ে পড়েছে, দুজনেরই ৮.০ পয়েন্ট হয়েছে এই টিআরপি তালিকায়। তৃতীয় স্থান দখল করেছে গৌরী এল, পেয়েছে ৭.৯ পয়েন্ট। আর চতুর্থ স্থানে ৭.৭ পয়েন্ট পেয়ে রয়েছে আলতা ফড়িং সিরিয়াল। পঞ্চমস্থানে ৬.৯ পয়েন্টে রয়েছে অনুরাগের ছোঁয়া, লক্ষ্মী কাকিমা সুপারস্টার, উমা সিরিয়ালগুলো।

Lalon Charui WEdding Dhulokona Serial TRP

সেরা ১০ সিরিয়ালের টিআরপি তালিকাঃ (28th April Serial TRP List Top 10 Serials)

ধুলোকণা – ৮.১ (প্রথম)

মিঠাই, গাঁটছড়া – ৮.০ (দ্বিতীয়)

গৌরী এলো – ৭.৯ (তৃতীয়)

আলতা ফড়িং – ৭.৭

অনুরাগের ছোঁয়া, লক্ষ্মী কাকিমা সুপারস্টার, উমা – ৬.৯

মন ফাগুন – ৬.৮

পিলু – ৬.২

আয় তবে সহচরী – ৬.১

এই পথ যদি না শেষ হয় – ৫.৬

সর্বজয়া – ৫.৪

এতো গেল সিরিয়ালের টিআরপি তালিকার লিস্ট। সিরিয়াল বাদেও মনোরঞ্জনের জন্য কিছু রিয়্যালিটি শোয়ের আয়োজন  করা হয় দুই চ্যানেলেই। আর অত্যন্ত জনপ্রিয় দুটি নন ফিকশন রিয়্যালিটি শো হল দাদাগিরি ও ইসমার্ট জোড়ি। দাদাগিরির সঞ্চালনায় রয়েছেন সৌরভ গাঙ্গুলি। এটি এসপ্তাহে ৫.০ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে সুপারস্টার জিৎ সঞ্চালিত ইসমার্ট জোড়ি পেয়েছে ৪.১ পয়েন্ট।

Related Post