প্রতিসপ্তাহের মত আজও নিয়ম করে প্রকাশ্যে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা (TRP List)। সারা সপ্তাহ জুড়ে ষ্টার জলসা থেকে জি বাংলায় একাধিক সিরিয়াল সম্প্রচারিত হয়। তবে জনপ্রিয়তার দৌড়ে কে হল বেঙ্গল টপার আর রইল পিছিয়ে? জানতে শুরু থেকে শেষ আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
কে হল এসপ্তাহের বেঙ্গল টপার?
সদ্য যে টিআরপি তালিকা প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, বিগত কয়েক সপ্তাহের মত এবারেও ৭.৫ পয়েন্ট সহ সেরার সিংহাসনে বিরাজমান হয়েছে ষ্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক’। অবশ্য বাকিরা যে খুব একটা পিছিয়ে তা কিন্তু একেবারেই নয়! সামান্য পয়েন্টের ব্যবধানে ৭.১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছে ফুলকি। এরপর তৃতীয় স্থানে রয়েছে জোড়া মেগা, জগদ্ধাত্রী ও চিরসখা দুজনেই ৬.৮ পয়েন্ট পেয়েছে। বাকিরা কে কোথায়? চলুন দেখে নিন সম্পূর্ণ তালিকা।
বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা | Bengali Serial TRP List
পরশুরাম 7.5 *প্রথম
ফুলকি 7.1 * দ্বিতীয়
জগদ্ধাত্রী, চিরসখা 6.8 * তৃতীয়
রাণী ভবানী 6.7
রাঙামতি, পরিণীতা 6.2
দাদামণি 5.8
চিরদিনই তুমি যে আমার 5.7
কোন গোপনে মন ভেসেছে 4.2
নতুন তালিকা দেখলেই বোঝা যাচ্ছে নতুন শুরু হওয়া মেগা, রাণী ভবানী ইতিমধ্যেই দর্শকদের মন জিততে শুরু করেছে। সেরা দশের মধ্যে চতুর্থ নাম্বারে এসে গিয়েছে সিরিয়ালটি। তাই দর্শকদের অনেকেরই আশা আগামী দিনে নিশ্চই আরও ভালো ফল করবে ধারাবাহিকটি।