ভাইফোঁটা (Bhai Phota) এই দিনটি সকলের কাছেই বেশ স্পেশ্যাল। সব ভাই বোনেদের কাছেই বেশ স্পেশ্যাল। শুধু সাধারণ মানুষ নয়, এই উৎসবে মাতোয়ারা সাধারণ মানুষ থেকে সেলেব্রেটি। ভাইরা অপেক্ষায় থাকে দিদিরা কি গিফট আনবে, আর বোনেরা অপেক্ষায় থাকে দাদারা কি গিফট দেবে। তাই বেশ মজার এই দিনটি। টিভির পর্দাতে আমরা দেখতে পাই ভাইফোঁটার অনুষ্ঠান। আমাদের মনে একটাই প্রশ্ন জাগে পর্দায় যারা ভাইবোন (Onscreen Brother Sister) তারা কি বাস্তবেও ভাইবোন?
তাদের মতে, পর্দায় অভিনয় করতে করতে বাস্তব জীবনেও ভাই বোনের মত হয়ে গিয়েছে। আবার কারোর কাছে পর্দার ভাইবোন শুধুমাত্র পর্দাতেই সীমাবদ্ধ। টেলিপর্দার ভাইবোন যারা তাদের ভাইফোঁটা কেমন কাটবে জেনে নেওয়া যাক। জি বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিকে মোদক পরিবারের সব ভাইবোনেদের একসাথে মিলিত হয়ে কাজ করতে দেখা যায়।

মোদক পরিবারের সবার বড় দিদি হল দিদিয়া। তাঁর রয়েছে তিন ভাই সিদ্ধার্থ, সোম, স্যান্ডি। দিদিয়ার চরিত্রে অভিনয় করছেন কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। কৌশাম্বীর মতে, ‘আমরা সবাই পেশাদার। তাই পর্দার সামনের সম্পর্ক গুলো পর্দাতেই সীমাবদ্ধ। বাস্তবে রূপ দিতে চায়না। আমার নিজের দাদা আছে, তাঁকে প্রতি বছর ফোঁটা দিই। তাই পর্দার চরিত্রদের আলাদা করে ফোঁটা দেওয়ার প্রশ্ন ওঠে না’।

অন্যদিকে ‘সাহেবের চিঠি’ (Saheber Chithi) ধারাবাহিকে দেখা যায় সাহেব আর সারাকে। সাহেবের চরিত্রে অভিনয় করছেন প্রতীক সেন, আর সারার চরিত্রে অভিনয় করছেন ঐন্দ্রিলা বোস (Oindrila Bose)। ঐন্দ্রিলা বলেন, ‘ হয়ত ফোঁটা দিতে পারব না, কিন্তু প্রতীক আমার কাছে বড় দাদার মতোই, কিছু ভুল হলে আমাকে ধরিয়ে দেয়’।
আবার কালার্স বাংলার ধারাবাহিক ‘টুম্পা অটোওয়ালি’ (Tumpa Autowali) ধারাবাহিকে নেহা-আবির জুটি ভাইবোনের জুটি। নেহার চরিত্রে অভিনয় করছেন অনীশা চৌধুরি। আর আবিরের চরিত্রে অভিনয় করছেন সায়ন বসু। অনীশা বলেন, ‘সায়ন দা কয়েকদিনের মধ্যেই আমার বেশ ভালো বন্ধু হয়ে উঠেছে, অফস্ক্রিনে আমাদের সম্পর্ক টা বেশ মজার। তাই আলাদা করে স্বীকৃতির জন্য আনুষ্ঠানিকতা প্রয়োজন মনে হয়না আমার’।








