Bhuban Badyakar : ‘কাঁচা বাদাম’ গানের জেরেই সেলিব্রিটি ভুবন বাদ্যকর, কলকাতায় বসতে চলেছে মূর্তি

বর্তমানে সোশ্যাল মিডিয়ার ক্রেজ হল কাঁচা বাদাম কাকু। বীরভূমের ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) রাতারাতি একজন জনপ্রিয় মানুষে পরিণত হয়েছেন। যার জনপ্রিয়তা দু দিনের নয়। বাদাম

Desk

Bhuban Badyakar Murti Made by kolkata artist

বর্তমানে সোশ্যাল মিডিয়ার ক্রেজ হল কাঁচা বাদাম কাকু। বীরভূমের ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) রাতারাতি একজন জনপ্রিয় মানুষে পরিণত হয়েছেন। যার জনপ্রিয়তা দু দিনের নয়। বাদাম কাকুর গান তাকে মানুষের মাঝে এতটাই জনপ্রিয় করে তুলেছে যে, উত্তরোত্তর তার উন্নতি ও খ্যাতির কথা শোনা যাচ্ছে চারিদিকে।

বীরভূম জেলার এক সাধারণ ছাপোষা বাদাম বিক্রেতার গান শুনে তাকে সোশ্যাল মিডিয়ায় পরিচয় করান এক ব্যক্তি। আর তার সেই গানের ভিডিও এতটাই ভাইরাল হয়ে পড়বে তা ভাবতে পারেননি স্বয়ং ভুবন বাদ্যকরও। সোশ্যাল মিডিয়া ভুবন বাদ্যকরের কাছে আশীর্বাদ স্বরূপ। সকলে ভেবেছিলেন আর পাঁচটা ভাইরাল হওয়া ভিডিওর মতোই এই কাঁচা বাদাম ভিডিওটিও দুদিন বাদেই হারিয়ে যাবে নতুন কিছুর ভিড়ে।

কিন্তু সকলকে ভুল প্রমান করেছে বাদাম কাকুর দিনের পর দিন বেড়ে চলা খ্যাতি ও জনপ্রিয়তা। প্রথমে তার এই গান একটা ট্রেন্ডে পরিণত হওয়া। তারপর বাদাম কাকু গাড়ি কেনেন, আর সেটা নিয়েও গান বানান, সেই গানও ভাইরাল হয়েছিল। একটি গানের রেকর্ডিংও করেন তিনি ‘বাদাম নেবে বুবু’ বলে। নামি-দামি শিল্পীর সাথে স্টেজ প্রোগ্রাম, বড়ো বড়ো ক্লাবে গান গাওয়া তার প্রাপ্তি হয়েছে অনেক।

কলকাতা শহর তাকে ভালোবেসে দিতে চলেছে আরও এক অনন্য সন্মান। জানা গেছে, কলকাতার বুকে শিল্পীর প্রাণ কুমোরটুলিতে এক শিল্পী তৈরী করেছেন ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) মূর্তি। এমন অনন্য সন্মান তার প্রাপ্তির ঝুলিতে খুবই বিশেষ উপহার স্বরূপ। কুমোরটুলির এক বিখ্যাত শিল্পী পরিমল পাল ৫ দিন ধরে ভুবন বাদ্যকরের এই মূর্তিটি বানিয়েছেন। অসাধারণ সেই শিল্পীর হাতের নিখুঁত কাজ মূর্তিতে প্রাণ সঞ্চার করে দিয়েছে।

মূর্তিটি একঝলক দেখলে যেকোনো মানুষ আসল নকল গুলিয়ে ফেলতে বাধ্য হবেন। বাদাম কাকুর এই প্রতিকৃতি ঢাকেশ্বরী মন্দিরের কাছেই কোনো মণ্ডপের পাশে রাখা হবে। যেখানে মণ্ডপে থাকবেন গিরিধারী গোপাল। দোল পূর্ণিমা উপলক্ষ্যে গোপাল পুজো হবে সেই মণ্ডপে আর পাশেই রাখা হবে ভুবন বাদ্যকরের মূর্তি।

Related Post