Chirodini Tumi Je Amar Serial : সম্প্রতি, জি বাংলায় (Zee Bangla) শুরু হয়েছে আর্য-অপুর এক ভিন্ন স্বাদের প্রেমকাহিনী ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar)। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা জিতু কমল ও অভিনেত্রী দিতিপ্রিয়া রায় কে। খুব স্বাভাবিক ভাবেই দিতিপ্রিয়ার নতুন করে সিরিয়াল জগতে ফেরা নিয়ে বেশ উত্তেজনায় ছিলেন অভিনেত্রীর অনুরাগীরা।
পাশাপাশি অভিনেতা জিতু কমল কেও বেশ অনেকটা সময় পর আবার ধারাবাহিকের পর্দায় দেখা গিয়েছে। তাকে নিয়েও দর্শক বেশ উৎসাহী। শুরু থেকে জিতু আর দিতিপ্রিয়ার এই ভিন্ন স্বাদের জুটি দর্শক বেশ পছন্দ করতে না পারলেও, ধীরে ধীরে তারা দর্শকমনে আলাদা জায়গা করে নিচ্ছে।
এই গল্পে শুরু থেকেই আর্য অপুর ব্যবহার, কথা, বুদ্ধিমত্তা আর সাহসিকতায় বেশ মুগ্ধ। অপুকে কোনকিছুতে সাহায্য করতে পারাটা তার কাছে বেশ ভালোলাগার বিষয় হয়ে উঠেছে। অপুকে তার সততার পুরস্কার স্বরূপ আর্য নিজের অফিসে চাকরিও দিয়েছে। যা মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা অপর্ণাকে তার স্বপ্নপূরণে কিছুটা এগিয়ে দিয়েছে।
তবে অপু আর আর্য মুখে কিছু স্বীকার না করলেও তারা মনে মনে বেশ উপলব্ধি করেছে যে, তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। শুধু তা মুখে স্বীকার করে নেওয়ার অপেক্ষা মাত্র। তবে এরই মাঝে ঘটল বিরাট বিপত্তি। কাছাকাছি আসার বদলে একে অপরের থেকে কি দূরে চলে যাবে আর্য আর অপর্ণা? সেই প্রশ্নই বড় হয়ে দাঁড়িয়েছে এই ধারাবাহিকের সাম্প্রতিক প্রকাশিত প্রোমোতে।
এই প্রোমোতে দেখা যাচ্ছে, আর্য অপুকে তার কেবিনে ডেকে পাঠালে আপু মনে মনে ভাবে আর্য হয়ত তাকে এবার তার মনের কথা বলবে। কিন্তু অপুর মা আর্যকে ফোন করে আপুর অন্যত্র বিয়ের কথা জানায়। পাশাপাশি অপর্ণাকে সেই বিয়েতে রাজি করাতেও বলে। অন্যদিকে, আবার আচমকাই আর্য আপুর সাথে কথা বলতে গেলে একজন আর্যকে এসে জানায় মিসেস সিংহরায় খুব অসুস্থ হয়ে পড়েছেন আর সেই শুনে আর্য ছুটে যায়। অপু জানতে পারে আর্য বিবাহিত।