চ্যানেলের সাথে মনোমালিন্যের জেরে বন্ধ শুটিং! তবে কি বন্ধের মুখে এই জনপ্রিয় দুই সিরিয়াল

মানুষের বিনোদন জোগাতে বিনোদন মূলক চ্যানেল গুলোর অবদান অনস্বীকার্য। এই বিনোদন মূলক চ্যানেলের উল্লেখযোগ্য দুই ধারাবাহিক হল ‘ধূলোকণা’ (Dhulokona) আর ‘গাঁটছড়া’ (Gantchhora)। সন্ধ্যা হলেই চায়ের

Saranna

dhulokona and gantchora shooting are stopped for some reason

মানুষের বিনোদন জোগাতে বিনোদন মূলক চ্যানেল গুলোর অবদান অনস্বীকার্য। এই বিনোদন মূলক চ্যানেলের উল্লেখযোগ্য দুই ধারাবাহিক হল ‘ধূলোকণা’ (Dhulokona) আর ‘গাঁটছড়া’ (Gantchhora)। সন্ধ্যা হলেই চায়ের কাপ নিয়ে দর্শকরা বসে যায় এই ধারাবাহিক দেখতে। এই ধারাবাহিক এতটাই জনপ্রিয় যে স্টার জলসার নাম মুখে উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে ‘ধূলোকণা’ আর ‘গাঁটছড়া’-র নাম।

সম্প্রতি শোনা যাচ্ছে, এই দুই ধারাবাহিক বন্ধ হয়ে যাবে। আসলে এই ধারাবাহিকের প্রোডাকশন হাউজ অর্থাৎ ব্লুজ প্রোডাকশনের সাথে, চ্যানেল কর্তৃপক্ষের প্রায়শই তর্ক-বিতর্ক হয়। যার ফলে দেখা গেছে, শ্রীঘ্রই বন্ধ করে দিতে হয়েছে নতুন ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’। তাই নতুন গুঞ্জন শুনতেই সকল অনুরাগীর মনে ভয়ের আশঙ্কা জাগছে, তাহলে সত্যিই কি বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিক।

dhulokona and gantchora shooting are stopped for some reason

তবে আসলে এমন কিছুই হয়নি, ভয় পাওয়ার কিছুই নেই। এখন এই ধারাবাহিক দুটোতে আসতে চলেছে নতুন চমক। লালন-ফুলঝুড়ির বিয়ের পর্ব দেখাতেই এই ধারাবাহিক মিঠাইকে টেক্কা দিয়ে হয়েছিল বেঙ্গল টপার। তাই আবারও মিঠাইকে টেক্কা দিতে ধারাবাহিকে আসছে নতুন চমক। ইতিমধ্যেই ধূলোকণা পরিবার পৌঁছে গেছেন পুরীতে। চলবে আউটডোর শ্যুটিং। লালন আর ফুলঝুড়িকে অন্য মেজাজে দেখা যাচ্ছে।

ফুলঝুরি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করছেন সমুদ্র উপভোগের নানান ছবি। কখনও সে নৌকায় একা বসে সমুদ্রের দিকে তাকিয়ে, আবার কখনও দেখা যাচ্ছে নীল শাড়ি পড়ে সমুদ্রকে পিছনে ফেলে পোজ দিয়ে ফটো পোস্ট করেছেন। এই দৃশ্য দেখে অনেক অনুরাগী বলছেন, ‘জি বাংলা তো শুধু দীঘা আর পাহাড় নিয়ে গিয়েছিল, স্টার জলসা টাকা খরচ করে রাজ্যের বাইরে নিয়ে গেল’।

dhulokona and gantchora shooting are stopped for some reason

তবে শুধু ধূলোকণা নয়, গাঁটছড়াতেও রয়েছে চমক। তিন বোন তাদের তিন স্বামীকে নিয়ে পৌঁছেছেন হানিমুন করতে। তাদের এই সুন্দর মুহূর্তের সঙ্গীর জন্য বেছে নিয়েছেন সমুদ্রসৈকত। তাই শ্যুটিংয়ের জন্য তারা পৌঁছে গেছেন গোপালপুরে। তবে শ্যুটিংয়ের মাঝেও তারা করছেন চুটিয়ে মজা, সেই ছবি এবং ভিডিও অভিনেতাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তুলে ধরেছেন।

dhulokona and gantchora shooting are stopped for some reason

তাই বলা যায়, সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে, দুই ধারাবাহিকেই এখন চলছে চুটিয়ে আউটডোর শ্যুটিং। আর শ্যুটিংয়ের মাঝে চলছে জমিয়ে মজা। তাই এই দুই ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার খবর সত্যিই একটা গুঞ্জন মাত্র।

× close ad