বেঙ্গল টপার ‘লালঝুরি’! ধারাবাহিকের সেটে চলছে সেলিব্রেশন, কেক কেটে উদযাপন হল ১ বছর পূর্তির

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ধুলোকণা’ (Dhulokona)। প্রথম দিকে এই সিরিয়ালের জনপ্রিয়তা ছিল সবার শীর্ষে। কিন্তু কয়েকদিনে দেখা যায় এই সিরিয়ালের জনপ্রিয়তা কমতে থাকে। কিন্তু সম্প্রতি

Saranna

dhulokona serial cast celebrate 1 year completetion with cake

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ধুলোকণা’ (Dhulokona)। প্রথম দিকে এই সিরিয়ালের জনপ্রিয়তা ছিল সবার শীর্ষে। কিন্তু কয়েকদিনে দেখা যায় এই সিরিয়ালের জনপ্রিয়তা কমতে থাকে। কিন্তু সম্প্রতি দেখা গেল এই সিরিয়ালটি আবার ফিরিয়ে এনেছে নিজের হারিয়ে যাওয়া টিআরপি। গত দু সপ্তাহ ধরে সিরিয়ালটি ছিনিয়ে নিয়েছে বাংলার সেরার তকমা। পুরো সেটে এখন খুশির জোয়ার। সেটে চলছে সেলিব্রেশন।

তবে শুধু সেরার তকমার জন্যই যে সেলিব্রেশন হচ্ছে তা কিন্তু নয়, সেলিব্রশনের পিছনে রয়েছে আরও একটি কারণ। সম্প্রতি এই ‘ধুলোকণা’ (Dhulokona) সিরিয়ালটি এক বছর পূর্ণ করল। একদিকে টিআরপির তালিকায় শীর্ষে আসা, অপরদিকে আবার এক বছর পূর্ণ হওয়া এই দুইয়ের আনন্দে মসগুল সিরিয়ালের সেটের কলাকুশলীরা। আরও বেশি উচ্ছসিত এই সিরিয়ালের নায়ক নায়িকা ইন্দ্রাশিষ রায় (Indrasish Roy) এবং মানালি দে (Manali Dey) ।

 

View this post on Instagram

 

A post shared by Manali Manisha Dey (@manali_manisha)

এ বিষয়ে ফুলঝুড়ি তথা অভিনেত্রী মানালি দে বলেন, ‘সবার দ্বিগুণ আনন্দ হচ্ছে। সেটে আজ কাজও হচ্ছে, এবং আনন্দও হচ্ছে। চ্যানেলের তরফ থেকে কেক পাঠানো হয়েছিল, সেই কেক কেটে মিষ্টি মুখ করা হচ্ছে। তবে সবাই সেটে আসেনি। তাই খাওয়া দাওয়ার পর্বটা মুলতুবি রাখা হয়েছে। আমরা কাজ করতে করতে সকলে একটা পরিবার হয়ে গিয়েছি। তাই রোজ একজন করে খাওয়ানোর দায়িত্ব নিয়েছে, আজ চ্যানেল কর্তৃপক্ষ খাইয়েছে, কাল ইন্দ্রাশিস খাওয়াবে।’

এতদিন বাংলা সেরা সিরিয়াল ছিল ‘মিঠাই’। কিন্তু ধুলোকণার মাঝে পড়ে অনেকটা পিছিয়ে গিয়েছে এই সিরিয়াল। এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে এই সিরিয়ালের টিআরপি। এ বিষয়ে ইন্দ্রাশিষ বলেন, একটা টিআরপি কখনোই ঠিক করতে পারে না সিরিয়ালটি ভালো নাকি খারাপ।

 

View this post on Instagram

 

A post shared by Manali Manisha Dey (@manali_manisha)

 

প্রথম দিন থেকেই আদৃত রায়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ইন্দ্রাশিস। ইন্দ্রাশিসের কথায়, ‘করোনার সময় যখন প্রথম আমি ‘মিঠাই’-এর ট্রেলার দেখি, তখনই বলেছিলাম এই সিরিয়ালটি হিট করবে। আর সেই কথা ফলে গেছে, এই সিরিয়ালটি সবসময় রেটিং চার্টে শীর্ষেই ছিল। তবে নাম্বার দেখে কোনো সিরিয়ালের বিচার করা উচিত নয়।’

Related Post