সঞ্চালনা ছাড়ছেন অভিনেত্রী রচনা ব্যানার্জী! দিদি নং ১ এ এবার নতুন দিদির পালা, ভাইরাল ভিডিও

বাংলা চ্যানেল গুলো মানুষদের বিনোদন জোগাতে একের পর এক রিয়েলিটি শো চ্যানেল গুলোতে নিয়ে আসে। এই যেমন দাদাগিরি, সারেগামাপা, ডান্স বাংলা ডান্স, দিদি নাম্বার ১

Saranna

didi no.1 new host junior rachana banerjee on zee bangla

বাংলা চ্যানেল গুলো মানুষদের বিনোদন জোগাতে একের পর এক রিয়েলিটি শো চ্যানেল গুলোতে নিয়ে আসে। এই যেমন দাদাগিরি, সারেগামাপা, ডান্স বাংলা ডান্স, দিদি নাম্বার ১ (Didi No.1) সহ আরও অনেক রিয়েলিটি শো। এই সব কটির মধ্যে সবথেকে বিখ্যাত শো হল দিদি নাম্বার ওয়ান। বিকাল ৫ টা বাজলেই এই শো দেখার জন্য সকলেই বসে পড়েন টিভির সামনে।

এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী। এই শো যখন শুরু হয় প্রথম দিকে সঞ্চালনার দায়িত্বে রচনা ব্যানার্জী ছিলেন না। প্রথমে দেখা গিয়েছিল টেলিভিশন তারকা পুষ্পিতা মুখার্জীকে। এরপর আসেন রচনা ব্যানার্জী। কিন্তু রচনার পরেও আবার দেখা যায় দেবশ্রী রায় এবং জুন মালিয়াকে। কিন্তু সবাই চাইতেন রচনা ব্যানার্জীকেই। তাই আবারও নিজের জায়গায় ফিরেছেন তিনি। আজ দশ বছরেরও বেশি সময় ধরে এই জায়গায় সঞ্চালনা  করে সবার থেকে তিনিই হিট।

didi no.1 new host junior rachana banerjee on zee bangla

 

এই শোয়ে এসে মানুষ তার নিজের জীবনের ব্যক্তিগত ঘটনা থেকে শুরু করে, জীবনের বিভিন্ন ওঠা পড়া সব কিছুই শেয়ার করেন। জীবনের হাড় হিম করা লড়াইয়ের গল্প সবকিছুই এই মঞ্চে বর্ণিত হয়। সাধারণ মানুষ থেকে তারকা সবাই আসেন এই মঞ্চে নিজের জীবনের কথা শোনাতে। তাদের গল্প শুনে একটাই কথা দর্শকদের মনে হয়, এভাবেও ফিরে আসা যায়।

আরও পড়ুনঃ পার্শ্ব চরিত্র থেকে জনপ্রিয় নায়িকা! ছোটপর্দার হাত ধরে যারা আজ টেলিভিশনের জনপ্রিয় মুখ

শুধু করুণ কাহিনী নয়, এই মঞ্চে আসে বাচ্চা প্রতিযোগীরাও। আর ছোট্ট প্রতিযোগীরা এলে তাদের হাসি মজায় ভরপুর হয়ে ওঠে মঞ্চ। এই মঞ্চেই রচনা ব্যানার্জী একেবারে মিশে যান বাচ্চাদের সাথে। তাদের খেলা, আড্ডা, গল্প দেখে দর্শকের মন খুশিতে ভরপুর হয়ে ওঠে। সম্প্রতি এই মঞ্চে আবারও আসছেন একঝাঁক ক্ষুদে প্রতিযোগী।

ক্ষুদে প্রতিযোগীর মধ্যে অন্যতম একজন হল অনুষ্কা চ্যাটার্জী। সে এই মঞ্চে এসেছে জুনিয়র রচনার সাজে। সে মঞ্চে গিয়ে রচনা ব্যানার্জীর শোয়ের সঞ্চালনা নকল করছিল। একজন নার্সারি টু তে পড়া মেয়ে তার নকল করছে দেখে অবাক রচনা ব্যানার্জী নিজেও। এই ভিডিও শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। তাতে ভরে উঠেছে কমেন্টে। অনেকে লিখেছেন, ‘ছোট্টো দিদি’। আবার একজন লিখেছেন ‘ভবিষ্যতের দিদি’। ওই মিষ্টি মেয়েটি সবার কাছে থেকে বেশ প্রশংসা পেয়েছে। খুদে দিদির সঞ্চালনায় মন ভরেছে সকলের।

Related Post