এতদিন শোনা যাচ্ছিল ধারাবাহিকের বন্ধের কথা, কখনো শোনা যায়নি রিয়েলিটি শোয়ের বন্ধের কথা। কিন্তু এবার শোনা গেল সেটাই। বন্ধ হতে চলেছে বাংলার এক জনপ্রিয় রিয়েলিটি শো। যা শুনে সকলেই চিন্তিত এবং বিমর্ষিত। কারণ সকলেরই পছন্দের রিয়েলিটি শো, অনেকেই সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আবার অনেকেই ঔৎসুক্য হয়ে থাকেন অংশগ্রহণ করার জন্য। আর সেই রিয়েলিটি শো যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো মন খারাপ হবেই সবার।
ভাবছেন কোন রিয়েলিটি শো বন্ধ হচ্ছে? জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় একটি রিয়েলিটি শো, ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No.1)। এই রিয়েলিটি শোয়ের ভক্ত সকলেই। বিকাল ৫ টা বাজলেই সকলেই টিভির সামনে বসে পড়ে। বিগত ১০ বছর ধরে এই শো চলে আসছে। সবার পছন্দ এই কারণেই, এই শোয়ে উঠে আসে, সমাজের নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত মানুষ। তাদের জীবন সংগ্রামের গল্প উঠে আসে।
কিন্তু ১০ বছর পথচলার পর শোনা যাচ্ছে, এই শো বন্ধ হয়ে যাচ্ছে। কারণ খুব তাড়াতাড়ি আরও একটি রিয়েলিটি শোয়ের আগমন দেখা যাচ্ছে। অভিনেত্রী ইন্দ্রানী হালদার সঞ্চালিত রিয়েলিটি শো, ‘ঘরে ঘরে জি বাংলা’ আসছে। শোনা যাচ্ছে, এই শোয়ের পরিবর্তে দেখা যাবে ওই শো।
কেন এই গুঞ্জন ? আসলে বিকাল ৪ টে থেকে ৬ টা পর্যন্ত থাকে নন প্রাইম টাইম শো। আর ৬ টার পর থেকে থাকে প্রাইম টাইম শো। এই সময় শুধু মাত্র ধারাবাহিক রাখা হয়। কোনো রিয়েলিটি শো নয়। রিয়েলিটি শো কে রাখা হয় নন প্রাইম টাইম এ। তাই এই গুঞ্জন শোনা যাচ্ছে।
যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই শোনানো হয়নি। তবে ১৯ শে ডিসেম্বর থেকেই টিভির পর্দায় আসতে পারে এই রিয়েলিটি শো। যদিও এর আগে খবর শোনা গিয়েছিল বন্ধ হবে রান্না ঘর। কিন্তু রান্নাঘরের গুঞ্জন এখন স্থিমিত। এখন দিদি নাম্বার ওয়ানের গুঞ্জন শোনা যাচ্ছে। সময়ই বলবে, গুঞ্জন সত্যি কি মিথ্যা।