বাজারে এল ‘মিঠাই মোয়া’, কোন দোকানে পাওয়া যাবে জেনে নিন

বাংলা ধারাবাহিক মানেই দর্শকদের একটা ভালো লাগার জায়গা। তারা ধারাবাহিকটিকে বেশ পছন্দ করেন। ধারাবাহিকটি যখনই তাদের ভালো লাগে, তখনই প্রতি দিন সেটি দেখার জন্য টিভির

Saranna

mithai special joynagarer moya on market

বাংলা ধারাবাহিক মানেই দর্শকদের একটা ভালো লাগার জায়গা। তারা ধারাবাহিকটিকে বেশ পছন্দ করেন। ধারাবাহিকটি যখনই তাদের ভালো লাগে, তখনই প্রতি দিন সেটি দেখার জন্য টিভির সামনে বসে পড়ে। প্রত্যেকটি কাহিনীর সাথে তারা নিজেদেরকে রিলেট করে। প্রত্যেকটি চরিত্র তাদের যেন আত্মীয় হয়ে ওঠে, তাদের সুখে তারা সুখ অনুভব করেন, তাদের দুঃখে তারা দুঃখ অনুভব করেন।

এরকমই একটি পছন্দের ধারাবাহিক হল জি বাংলার ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিক। এতটাই জনপ্রিয় যে, তাদের সুখে সুখ অনুভব করেন, আবার তাদের দুঃখে দুঃখ অনুভব করেন। এমনকি ধারাবাহিকের প্রত্যেকটি মোমেন্ট যদি ভালো লাগে, অনেকেই সেই ক্লিপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাসে দেন। শুধু তাই নয়, মিঠাই আর সিডের ঝগড়ার মোমেন্ট দেখে, অনুরাগীদেরও রাগ হয়। আবার তাদের মিলনে তারাও খুশি অনুভব করে।

mithai actress soumitrisha kundu continues to shoot with illness

এই ধারাবাহিকের দর্শক যে শুধু মধ্যবয়সী তা কিন্তু নয়। ইয়োং জেনারেশনও ধারাবাহিকের স্বাদ অনুভব করেন। আর তাই তো মিঠাই এর উচ্ছেবাবু ডাক টা সবার এত পছন্দের। এতদিন আমরা দেখে এসেছি, ধারাবাহিকের নামে শাড়ি-ড্রেস এই সব বিক্রি হয়। কিন্তু মিঠাই ধারাবাহিকের নামে খাবার বিক্রি হতে দেখা যায়।

এই যেমন সবুজ খাবার মানেই, সেই খাবারের আগে যোগ করে দেওয়া হয়, উচ্ছে বাবুর নাম। উচ্ছেবাবু রোল, মোমো, ফুচকা, জিলাপি, সন্দেশ আরও কত কি। শুধু বাদ যায়, মিঠাই। তবে মিঠাই এর নামে কদিন আগে এক বিউটি প্রোডাক্টও তৈরি হয়েছিল। কিন্তু এবার হল মিঠাই নামের খাবার।

mithai special joynagarer moya

এখন শীতকাল, শীতকাল মানেই হল জয়নগরের মোয়া। এবার মোয়ার আগে যুক্ত হল মিঠাই এর নাম। আসলে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, তাতে লেখা আছে, ‘স্পেশাল জয়নগরের মোয়া’ (Jaynagar Moya) । আর সেই মোয়ার প্যাকেটে দেওয়া আছে, মিঠাই এর ছবি। এ হেন ছবি দেখে আত্মহারা মিঠাই অনুরাগীরা। সবাই এবার মিঠাই মোয়া খাবেন, আর আনন্দে আত্মহারা হবেন।

Related Post