২০২২ সালটা পড়তেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন নতুন সিরিয়াল, যার মধ্যে উল্লেখযোগ্য একটি হল, ‘এক্কা দোক্কা’। এই ধারাবাহিক শুরু থেকেই মন কেড়েছে দর্শকদের। দীর্ঘদিন চলা ‘শ্রীময়ী’ শেষ হয়ে যাওয়ায় দর্শকদের মন বেশ খারাপ হয়ে গিয়েছিল। দর্শকদের মন ভালো করতে আবারও এক নতুন গল্প নিয়ে পর্দায় হাজির হন লেখিকা লীনা গাঙ্গুলি। ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka) র প্রোমো দেখেই মানুষের মন বেশ ভালো হয়ে গিয়েছিলো। দর্শক বেশ আগ্রহী ছিলেন এই সিরিয়াল দেখার জন্য।
ধারাবাহিকে অভিনয় করছেন জনপ্রিয় দুই অভিনেতা অভিনেত্রী। টেলি সেলেব সোনামণি সাহা (Sonamoni Saha) ও সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulik)। এই দুই জুটিকে এর আগে কখনো একসাথে কাজ করতে দেখা যায়নি, এক্কা দোক্কায় প্রথম তারা জুটি বেঁধেছেন। তাই নতুন জুটি পেয়েও দর্শকরা বেশ আপ্লুত। ধারাবাহিকের কাহিনী অনুযায়ী, দুজনেই ডাক্তারির স্টুডেন্ট। তাদের উদ্দেশ্য একে অপরকে টেক্কা দেওয়ার। আর এই টেক্কা দেওয়ার মধ্যে দিয়েই প্রেম হবে নায়ক-নায়িকার।

কিন্তু এখনও পর্যন্ত তাদের একে অপরকে টেক্কা দেওয়ার রেষারেষিই দর্শকের চোখে পড়েছে। প্রেমটা এখনও ফুটে ওঠেনি পর্দায়। যেখানে বর্তমানে তো নতুন সব ধারাবাহিকেই প্রায় শুরুর ১ থেকে ২ সপ্তাহের মধ্যেই দেখানো হচ্ছে নায়ক-নায়িকার বিয়ে, কিন্তু এক্কাদোক্কা সেখানে একটু অন্য পথ অনুসরণ করেছে। এতদিন হয়ে গেল এখনও নায়ক-নায়িকার মধ্যে প্রেমের আবহ সৃষ্টি হয়নি, শুধুই রয়েছে রেষারেষি আর ঝগড়া।
তবে দর্শকরা এটা জেনেই গেছেন, নায়ক-নায়িকা রয়েছে মানেই, তাদের প্রেম হবে, শুরুর দিকে যতই তাদের সম্পর্ক কঠোর হোকনা কেন, মাঝখানে এসে তারা প্রেমের জোয়ারে ভাসবেন ঠিকই, আর দর্শকের সেই প্রতীক্ষিত সময় এসে গেছে সিরিয়ালে। বলা ভালো লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় রাধিকা পোখরাজের মাঝে প্রেমের সূত্রপাত ঘটাতে শুরু করেছেন তার কলমের জাদুতে। সম্প্রতি সামনে এসেছে, এক্কাদোক্কার একটি নতুন প্রোমো ভিডিও, ক্যাপশনে লেখা, ‘রাধিকার লড়াইয়ে তাকে জয়ী দেখতে চায় পোখরাজ। রাধিকা কি ভরসা করবে তাকে?একসঙ্গে এগোবে রাধিকা-পোখরাজ।’

ভিডিওতে দেখা যাচ্ছে, রাধিকা পোখরাজকে বলছে, ‘তুমি আমাকে নিয়ে আর মাথা ঘামিওনা’। তখন পোখরাজ বলে, ‘সে তো ছেলেবেলা থেকেই তোমাকে নিয়ে মাথা ঘামাতাম বলেই তোমাকে কাঁদাতাম ইচ্ছে করেই।’ তখন রাধিকা বলে, ‘আর আমাকে কাঁদানোর কোনো প্রয়োজন নেই’। এরপরই পোখরাজ বলে, ‘আমি তোমার চোখে জল নয় আগুন দেখতে চাই’।
এই প্রোমো দেখে দর্শকরা খুব খুশি, বোঝাযই যাচ্ছে প্রেমের আবহে দুজনে ভাসতে চলেছে, তবে কেউ একে অপরকে বলতে পারছেনা। দর্শকরা খুশি হয়ে লিখেছেন, ‘এবার একটু ভালবাসা হোক’। আর একজন লিখেছেন, ‘এটাই তো চেয়েছিলাম’। সবাই খুব খুশি, দুই জুটির প্রেমের আবহ দেখে। এবার গল্পে এই দুই জুটির প্রেম দেখতে উৎসুক হয়ে আছেন দর্শক।








