৩১শে ডিসেম্বরই লাস্ট ডেট, মহিলারা ১০,০০০ টাকা পেতে পারেন রাজ্য সরকারের প্রকল্পে

দেশ তথা রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের জন্য একাধিক প্রকল্প রয়েছে। এমনই একটি প্রকল্প হল নারী উদ্যোক্তা যোজনা (Women Empowerment Scheme)। যেখানে আবেদন করলে ১০,০০০

Admin

Women Empowerment Scheme will give Rs 10000 to womens

দেশ তথা রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের জন্য একাধিক প্রকল্প রয়েছে। এমনই একটি প্রকল্প হল নারী উদ্যোক্তা যোজনা (Women Empowerment Scheme)। যেখানে আবেদন করলে ১০,০০০ টাকা পেতে পারেন মহিলারা। আগামী ৩১ শে ডিসেম্বরই হল তার শেষ দিন। কিভাবে আবেদন করবেন আর কারাই বা আবেদন করার যোগ্য? চলুন জেনে নেওয়া যাক।

রাজ্য সরকারে প্রকল্পে মিলবে দশ হাজার | Women Empowerment Scheme

বিহারের মুখ্যমন্ত্রীর এক বহু আলোচিন্ত প্রকল্প হল মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য চালু হওয়া নারী উদ্যোক্তা প্রকল্প। এর আওতায় প্রথম ধাপেই মহিলাদের ১০০০০ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। এমনকি ইতিমধ্যেই ১.৫১ কোটিরও বেশি মহিলারা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন বলেও জানা যাচ্ছে। এই সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়ে গিয়েছে সরকারের তরফ থেকে।

তবে শুধুমাত্র ১০,০০০ টাকাতেই শেষ নয়, ছয় মাস পর ব্যবসার মূল্যায়ন করা হবে। তারপর প্রয়োজনে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য মিলবে বলে জানানো হয়েছে। তাই আপনিও যদি বিহারের কোনো মহিলা যদি এই প্রকল্পের জন্য আবেদন করতে চান করতেই পারেন। তবে সেটা আগামী ৩১ শে ডিসেম্বরের আগেই করতে হবে। নিচে আবেদনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দেওয়া রইল।

আরও পড়ুনঃ প্রত্যেক মহিলার ঝুলিতে ৬০,০০০, লক্ষীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

আবেদনের পদ্ধতি

যে সমস্ত মহিলারা এই প্রকল্পে আবেদন করতে চান তাই নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন। সেখান থেকেই আবেদনের জন্য যাবতীয় ফর্ম ও জিনিসপত্র দেওয়া হবে। অবশ্য চাইলে অনলাইনের মাধ্যমেও আবেদন করা যেতে পারে। যদি কোনো মহিলা কোনো প্রকারের স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত থাকেন তাহলে জীবিকার ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যেতে পারবেন।