জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিকে সিদ্ধার্থের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা আদৃত রায়। তাঁকে আদৃতের থেকে সবাই চেনে উচ্ছেবাবু বলেই। তাঁর এই উচ্ছেবাবু নামটা এত জনপ্রিয় যে আদৃত টা প্রায় হারিয়েই গেছে। এই জনপ্রিয়তার জন্য ধারাবাহিকের টিআরপিও বাড়তে থাকে। বাংলার সেরা ধারাবাহিকের তকমাটাও ছিনিয়ে নেয় মিঠাই ধারাবাহিক।
মিঠাই (Mithai) ধারাবাহিকের চরিত্রগুলো যেমন নিজের বৈশিষ্ট্যে অটুট, তেমনই প্রত্যেক চরিত্রের রয়েছে নির্দিষ্ট কাহিনী। ধারাবাহিকের লিড চরিত্রের শুধু গল্প থাকবে ধারাবাহিকে, এই ধারাবাহিক কিন্তু এমনটা নয়, এই ধারাবাহিকের পার্শ্ব চরিত্রদেরও গল্প রয়েছে। এই পৃথক পৃথক চরিত্রের পৃথক পৃথক গল্প এই ধারাবাহিকটিকে সেরার সেরা করে তুলেছে। দর্শকদেরও বেশ পছন্দের ধারাবাহিক এটি।
ধারাবাহিকের গল্পের সাথে সাথে ধারাবাহিকের চরিত্র গুলোকেও দর্শকরা বেশ পছন্দই করে। মিঠাই বলতে যেমন অজ্ঞান, তেমনই উচ্ছেবাবু বলতে বঙ্গ নারীরা অজ্ঞান। বিশেষ করে উচ্ছেবাবুর জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছে যে, সবুজ রংয়ের কোনো খাবার দেখলেই সকলে তাকে উচ্ছেবাবুর নামেই অভিহিত করছেন। উচ্ছেবাবু সন্দেশও বানানো হয়েছিল। এমনকি মোমো ব্যবসায়ীরাও এই সুযোগে বানিয়ে ফেললেন গন্ধরাজ মোমো। যা দেখে অনুরাগীরা বলেছেন উচ্ছেবাবুর মোমো।
তবে এবার দেখা গেল অন্য এক ধরনের খাবার। যা আট থেকে আশি সবার প্রিয়। সেই খাবারটি হল ফুচকা। উচ্ছেবাবু চিকেন , উচ্ছেবাবু জিলাপি, উচ্ছেবাবু সন্দেশ, উচ্ছেবাবু মোমোর পর এবার ভাইরাল হল উচ্ছেবাবু স্পেশাল ফুচকা। ফুচকাটা দেখতে সবুজ রঙের। যদি ট্রাই করতে চান চলে আসুন নিউটাউন।
এই ইউনিক ফুচকা টি আপনি পাবেন নিউটাউনে। সম্প্রতি ইনস্টাগ্রামে এই সবুজ ফুচকার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও তে দেখা যাচ্ছে, ফুচকার লেচি বেলে গরম গরম ফুচকা ভাজছেন। আর সেই সদ্য ভাজা ফুচকায় গাড়ি নিয়ে বেড়িয়ে পড়েছেন বিক্রির জন্য। তারপরেই ফুচকা প্রেমীদের জন্য সেই ফুচকা সার্ভ করছেন। এই ফুচকার দৌলতে আবার যে আদৃত তথা উচ্ছেবাবু জনপ্রিয় হয়ে উঠবে তা বলা যায়।
View this post on Instagram
প্রসঙ্গত, এর আগে উচ্ছেবাবু সন্দেশ বেশ পছন্দ হয়েছিল দর্শকের তাই উচ্ছেবাবু ফুচকা বা সবুজ ফুচকাও তার কথাই সিরিয়াল প্রেমীদের সবার আগে মনে করিয়ে দিয়েছে। ধারাবাহিকের সুবাদে অভিনেতা আদৃত রায় সকলের মন জয় করে নিয়েছেন। সে এখন হাজারো বঙ্গ নারীর ক্রাশ। তাই কোনো না কোনো বাহানায় সে সামনে চলেই আসে। দর্শক তাকে কখনো পিছনে থাকতে দেবেনা।