রাজনীতিতে পা রাখছেন মিঠাই! ২১ শে জুলাই ধর্মতলার মঞ্চে অভিনেত্রীকে দেখে প্রশ্ন দর্শকের

রাজ্যের শাসক দলের নেত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির একজন গুরুত্বপূর্ণ মানুষ। তিনি টলিউডের জন্য অনেক কিছুই করেছেন। তিনি টলিউডের

Saranna

is mithai actress soumitrisha kundu join politics

রাজ্যের শাসক দলের নেত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির একজন গুরুত্বপূর্ণ মানুষ। তিনি টলিউডের জন্য অনেক কিছুই করেছেন। তিনি টলিউডের ছোটপর্দার অভিনেতা অভিনেত্রীদের অনেক স্নেহ করেন, অনেক ভালবাসেন। তাই তো ছোটপর্দার কলাকুশলীরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করেন ভালোবাসা দেন। একবার মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিলেই, সবাই তাঁর আহ্বানে সাড়া দেন। তাই এবারেও তার অন্যথা হল না।

এবারের একুশে জুলাইয়ের মঞ্চে টলিউডের ছোটপর্দার কলাকুশলীরা উপস্থিত ছিলেন। শুধু টলিউড নয়, উপস্থিত ছিলেন সাধারণ মানুষও। উপচে পড়া ভিড়। বাইরের আকাশে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টিকেও তোয়াক্কা করেননি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ডাকেই সকলে পৌঁছে গিয়েছিল।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

এবারের একুশে জুলাইয়ে টলিউডের ছোটপর্দার জনপ্রিয় এক অভিনেত্রীকে ধর্মতলার শহীদ মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের  পাশে দেখে সকলেই অবাক হয়েছেন। কে জানেন? সে সকলের পছন্দের জনপ্রিয় মিষ্টি মেয়ে মিঠাই তথা অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। তবে এতে অবাক হওয়ার কিছু নেই, আমরা সবাই জানি সৌমিতৃষা মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা কাছের একজন অভিনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় সৌমিতৃষাকে বেশ পছন্দ করেন।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি অ্যাওয়ার্ডে (Tele Academy Award) মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাঁকে পুরষ্কার দেন, তখন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরেছিলেন, তা দেখেই বোঝা যাচ্ছিল দুজনেই একে অপরের কতটা কাছের। তবে ২১ শে জুলাই যে সভার মঞ্চে ওই অভিনেত্রীকেও দেখা যাবে তা দর্শক আশা করেননি। মিঠাইকে দর্শক খুব ভালোবাসেন। তাই তিনি রাজনীতিতে যোগ দিলেন কিনা সেই নিয়ে সকলে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

আরও পড়ুনঃ বাজারে মাছ কিনতে গেলে সাথে থাকে চেকবই! দাদাগিরিতে ফাঁস খড়ির বাবার কান্ড, রইল ভিডিও

তবে একুশে জুলাইয়ের মঞ্চে শুধু সৌমিতৃষা একা নন। উপস্থিত ছিলেন, সাঁঝের বাতি’ সিরিয়ালের আর্য অর্থাৎ অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ, ‘কৃষ্ণকলি’ অভিনেতা ভিভান ঘোষ, ‘এক্কাদোক্কা’ ধারাবাহিকের সোনামণি সাহা, পুটুপিসি ওরফে সোহিনী সেনগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন, সায়নী ঘোষ, রাজ চক্রবর্তী, অনামিকা সাহা, কাঞ্চন মল্লিক সহ আরও অনেকে।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

মিঠাই কে দেখেই অনুরাগীদের চিন্তার ভাঁজ। তাহলে কী মিঠাই রাজনীতিতে? মিঠাই অনুরাগীরা চাননা সৌমিতৃষা রাজনীতির মঞ্চে যোগদান করুক। তাঁরা ভয় পাচ্ছেন সে যদি রাজনীতিতে যোগ দেয়, তাহলে অভিনয় জীবন শেষ হয়ে যাবে। পাশাপাশি তাদের পছন্দের অভিনেত্রী সকলের কাছে ট্রোলের সম্মুখীন হবেন। এই পরিস্থিতি দেখতে নারাজ অনুরাগীরা। তবে রাজনীতিতে যোগ দেওয়া না দেওয়া সম্পূর্ণ তার নির্ণয়। সে চাইলে যোগ দিতেই পারে। আরও অনেক অভিনেতা অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে আছেন যারা রাজনীতির সাথে সাথে অভিনয়টাও এগিয়ে নিয়ে যাচ্ছেন সমানতালে।

Related Post