ষ্টার জলসার জনপ্রিয় মেগার মধ্যে অন্যতম গৃহপ্রবেশ (Grihoprobesh)। বিগত কিছুদিন ধরে জল্পনা ছিল, যে নায়ক বদল হতে পারে। এবার হলও তাই! গল্পে বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছে আদৃত। ফলে অতীতের সব কিছুই ভুলে গিয়েছে সে। এরপর আদৃতের জীবনে এন্ট্রি নিয়েছে নতুন নায়িকা মোহনা। একইভাবে শুভলক্ষীর জীবনেও নতুন নায়ক এসেছে।
নতুন নায়ক এল গৃহপ্রবেশ ধারাবাহিকে
আসলে ব্যবসায়ী আদৃতের সাথে ব্যবসায়িক একটি চুক্তি হয়েছিল আকাশ সেনের। কিন্তু অ্যাকসিডেন্ট হওয়ার ফলে সেই চুক্তি আর শেষ হয়ে ওঠেনি। নতুন যে প্রোমো শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে অফিসে ঢোকার আগে শুভলক্ষীর সাথে ধাক্কা লেগেছে আকাশের। ফলে হাত থেকে ফুলের তোড়া পড়ে যায়।
আরও পড়ুনঃ নতুনের জেরে সল্টবদল! কটা থেকে সম্প্রচারিত হবে জলসার এই জনপ্রিয় মেগা?
আকাশ নিজের পরিচয় দিয়ে জানায় যে সে আদৃতের নতুন বিষ্যেস পার্টনার। তখনই তার কাছে ফোন আসে, যেটা লাউড স্পিকারে দিয়ে কথা বলার সময় মোহনা তাকে জানায় নিউ ইয়র্কে আসার টিকিট কাটা হয়ে গেছে। তখনই পাশ থেকে একটা আওয়াজ শুনতে পায় শুভলক্ষী, যেটা হুবহু আদৃতের মত। সাথে সাথেই জিজ্ঞাসা করে ওঠে, ‘এটা কে ছিল প্লিজ বলুন’।
নতুন নায়ক নায়িকার আসল পরিচয়
গল্পে আকাশ সেন হিসাবে দেখা যাচ্ছে সপ্তর্ষি মৌলিককে। হ্যাঁ ঠিকই ধরেছেন, শ্রীময়ী, এক্কাদোক্কা ধারাবাহিকের নায়ক, তবে নতুন লুকে তাকে একেবারে চেনাই দায়। অন্যদিকে মোহনা চরিত্রে দেখা যাবে কৌশাম্বি চক্রবর্তীকে। প্রোমো দেখেই বোঝা যাচ্ছে দুর্ঘটনার পরে এখনও স্মৃতি ফেরেনি আদৃতের। তবে কিভাবে ফের মিল হবে আদৃত ও শুভলক্ষীর? আকাশ মোহনাই কি মিলিয়ে দেবে দুজনকে? নাকি অন্যদিকে মোড় নেবে গল্প? জানতে হলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়। আর ফলো করুন আমাদের পেজটিকে।