রাজলক্ষী থেকে গুড্ডি, ১৩ বছর বয়সে প্রথম অভিনয়, এবার ওটিটির পালা! খুঁটিনাটি জানালেন শ্যামৌপ্তি

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হল গুড্ডি (Guddi)। এই ধারাবাহিকটি নতুন ধারাবাহিক। এই বছরেই শুরু হয়েছে এটি। এই ধারাবাহিকের কাহিনী একটি পাহাড়ী প্রেক্ষাপটে নির্মিত। এই ধারাবাহিকের

Saranna

guddi actress shyamoupti mudly shared her acting expirience

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হল গুড্ডি (Guddi)। এই ধারাবাহিকটি নতুন ধারাবাহিক। এই বছরেই শুরু হয়েছে এটি। এই ধারাবাহিকের কাহিনী একটি পাহাড়ী প্রেক্ষাপটে নির্মিত। এই ধারাবাহিকের গুড্ডি একজন পাহাড়ী মেয়ে। গুড্ডির চরিত্রে অভিনয় করছেন, জনপ্রিয় অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)। গুড্ডি দেশকে ভালোবাসে। আর সেই পাহাড়ের একজন পুলিশ অফিসার তাঁর কাছে আদর্শ। এই ধারাবাহিকের নায়ক তিনি।

গুড্ডিও চায় সে একজন পুলিশ অফিসার হবে। গুড্ডির স্বপ্ন পূরণে তাকে সাহায্য করবে এই পুলিশ অফিসার। অন্যদিকে তার দিদিয়াকে ভালোবাসে এই পুলিশ অফিসার অনুজ চ্যাটার্জি। দিদিয়াও চায় তাকে বিয়ে করতে। তবে ঘটনাচক্রে গুড্ডি আর অনুজ একে অপরকে ভালোবেসে ফেলবে। কীভাবে মিলে যাবে পথচলা। সেই নিয়েই এই ধারাবাহিকের কাহিনী। বেশ জনপ্রিয় দর্শকমহলে।

guddi actress shyamoupti

 

এই ধারাবাহিকে অনুজ চ্যাটার্জির ভূমিকায় অভিনয় করছেন, রণজয় বিষ্ণু। শ্যামৌপ্তি ও রণজয় দুজনেই পর্দার পরিচিত মুখ। শ্যামৌপ্তি যখন ইন্ডাস্ট্রিতে পা রাখেন, তাঁর বয়স তখন মাত্র ১৩ বছর। তাঁর প্রথম অভিনয়, জি বাংলার ‘চোখের বালি’ ধারাবাহিকে। তিনি অভিনয় করেছিলেন রাজলক্ষীর ভূমিকায়।

এই ধারাবাহিকের পর একে একে ‘পটল কুমার গানওয়ালা’, ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘দাসী’, ‘বাজলো তোমার আলোর বেণু’, ‘ধ্রুবতারা’ ধারাবাহিকে অভিনয় করেছেন। প্রথম ধারাবাহিকেই তাঁর চরিত্র ছিল লিড, অনান্য নায়িকাদের ক্ষেত্রে কী হয়? প্রথম ধারাবাহিক লিড করে, আর পরে লিডে দেখা যায়না, কিন্তু শ্যামৌপ্তির ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। প্রথম ধারাবাহিক লিড করেও এখনও তিনি লিড চরিত্রেই অভিনয় করছেন।

আরও পড়ুনঃ বর নিয়ে টানাটানি খেলা দেখে ক্লান্ত দর্শক, TRP আনতে গুড্ডিতে এবার যোগ দিচ্ছেন বিধায়ক অভিনেত্রী

guddi actress shyamoupti mudly

এই জনপ্রিয় অভিনেত্রী কি ছোটো পর্দাতেই সীমাবদ্ধ থাকবে? ওটিটি তে কবে দেখা মিলবে? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওটিটিতে অনেক রকমের কাজ হচ্ছে ঠিকই। কিন্তু আমারও তো কিছু ভালো লাগা না লাগা আছে, সেগুলো যদি মিলে যায়, তাহলে আমি ঠিকই কাজ করব।’

shyamoupti mudly

উল্লেখ্য, বর্তমানে দেখা যাচ্ছে, পরিস্থিতির চাপে পড়ে অনুপের সঙ্গে মন্দিরে বিয়ে হয় গুড্ডির। নানা কারণে তাদের বিয়ে ভেঙে যায়। এরপর অনুজের বিয়ে হয়ে যায় শিরিনের সাথে। এরপর গুড্ডির কী হবে? তা জানা যাবে সময় এলে।

× close ad