‘মিঠাই’ (Mithai), জী বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকটি বর্তমানে দর্শকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মিঠাই সিরিয়ালটি একটা একান্নবর্তী পরিবারকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে। যারা সুখে দুঃখে হাসি মুখে সর্বদা একে অপরের পাশে থাকে। ধারাবাহিকের প্রতিটি চরিত্র বেশ নিখুঁত ভাবে গড়ে তোলার প্রচেষ্টা করেছেন নির্মাতারা। কলাকূশলীরাও তাদের অনবদ্য অভিনয় দিয়ে দর্শকের কাছে প্রতিটি চরিত্রকে প্রিয় করে তুলেছেন।
মিঠাই এর সাথে দর্শক যেন ভীষণ ভাবে জড়িয়ে পড়েছেন। মিঠাইয়ের সুখে তারা হেসে ওঠেন ,আনন্দ উপভোগ করেন। আবার মিঠাই বিপদে পড়লে তারাও চিন্তিত হয়ে পড়েন। মিষ্টির কারিগর মিঠাই সকল দর্শকের সুখে দুঃখে মিষ্টি মুখে হাজির হয়। সিরিয়ালের শুরু থেকে মিঠাই সিদ্ধার্থ ছিল দুই ভিন্ন মেরুর মানুষ। তবে এখন সিদ্ধার্থকে ছাড়া মিঠাইয়ের বা মিঠাইকে ছাড়া সিদ্ধার্থের চলেনা।
সম্প্রতি, ধারাবাহিকে মা হয়েছে মিঠাই। ছোট্ট গোপাল এসেছে মিঠাই রানীর কোল জুড়ে। মিঠাই সিদ্ধার্থ সহ গোটা মোদক পরিবার খুশিতে মেতে উঠেছে। সিডাই এখন ব্যস্ত তাদের ছোট্ট গোপালকে মানুষ করতে। এরই মাঝে মোদক পরিবারে শোনা গেল আরও এক খুশির খবর। এক গোপালের সাথে সাথে আরেক গোপাল আসার খবর পেল মনোহরা পরিবার।
সম্প্রতি, ধারাবাহিকে দেখা গেলো রাতুল ও শ্রী তাদের সন্তান আসার খবর দিল পরিবারকে। প্রথমে রাতুলও জানতোনা এই খবর পরিবারের সাথেই সে এই খবর জানতে পারে। আর মনোহরা আনন্দে ভরে ওঠে। দর্শক বেশ খুশি হয়েছে। দর্শক বহুদিন অপেক্ষা করে ছিলেন মিঠাই সিদ্ধার্থের সন্তান দেখানো হবে কবে সেই আশায়।
আরও পড়ুনঃ ‘আমাকে নতুন কাজ খুঁজতে হবে’! ‘মিঠাই’ শেষের খবরে মুখ খুললেন অভিনেত্রী সৌমিতৃষা
তবে মিঠাইয়ের গোপাল আসতেই এমন একটা নতুন চমক ধারাবাহিকে অপেক্ষা করছিল তা দর্শকের জানা ছিলনা। তাই এই খবর প্রকাশ পেতেই দর্শক বেশ খুশি। প্রসঙ্গত, শুধুমাত্র মিঠাই সিদ্ধার্থ নয় এই ধারাবাহিকের প্রতিটি জুটি, প্রতিটি চরিত্র দর্শকের কাছে ভীষণ প্রিয়। রাজীব-নন্দা, রাতুল-শ্রীতমা, শ্রীনিপা-রুদ্র, স্যান্ডি-পিঙ্কি সবাই খুব কাছের দর্শকের কাছে। আর দাদাই ঠাম্মির জুটিতো সুপার হিট।
নন্দা মা হতে পারেনি তার কষ্টটাকেও নেহাত লঘু করে দেখানো হয়নি ধারাবাহিকে। এবার হয়ত বিশেষ ভাবে নতুন কোনো বার্তা নন্দার মাধ্যমে দেওয়া হবে ধারাবাহিকে। বাকি সব ধারাবাহিকের তুলনায় এই ধারাবাহিকে বেশ সুন্দর করে পরিবারের সুখ দুঃখ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। তাইতো দর্শকের কাছে মিঠাই এত প্রিয়।