দেখতে দেখতে বিদায় বেলা হাজির বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসবের। পুজোর কটা দিন প্রত্যেকেই কম বেশি প্যান্ডেল হপিং করেছেন। আর এবার ফেসবুক কিংবা হোয়াটস্যাপ সর্বত্রই সেই সমস্ত ছবিতে ভরপুর। আবার অনেকেই আজ বিজয়ের দিনে ধুনুচি নাচের ছবি ছাড়ছেন। কিন্তু অনেক সময় দেখা যায় ক্যামেরাম্যানের ভুলে আপনার পারফেক্ট মুহূর্তের ছবিটি ঠিক মনের মত হয়ে ওঠে না। তবে এখন আর চিন্তা নেই, কারণ আপনার একটা ছবি থেকেই ঝা চকচকে ধুনুচি নাচের ছবি বানিয়ে দিতে পারবে AI। হ্যাঁ একেবারে ঠিক দেখছেন! কিভাবে? চলুন দেখে নেওয়া যাক AI Prompt থেকে বানানোর পদ্ধতি।
AI দিয়ে কিভাবে বানাবেন ধুনুচি নাচের DSLR দিয়ে তোলা ছবি?
আজকাল AI এর দৌলতে অনেক কিছুই অসম্ভব সম্ভব হচ্ছে। বিশেষ করে যাদের দামি ক্যামেরা না থাকার জন্য বা ভালো ক্যামেরাম্যান না হওয়ার দরুন ভালো ছবি ওঠেনি বলে আফসোস থাকে তাদের চিন্তা একপ্রকার দূর হয়ে গিয়েছে। চাইলে আপনিও দিব্যি বানিয়ে ফেলতে পারেন। নিচেই দেওয়া হল পদ্ধতিঃ
- প্রথমে ফোনে Google Gemini অ্যাপ ওপেন করে নিন। যদি অ্যাপ নাও থাকে তাহলে গুগলে গিয়ে Gemini বলে সার্চ করে লগইন করে নিলেই AI এর স্ক্রিন খুলে যাবে।
- এবার একটা নিজের একটা ভালো ও মুখ বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে এমন ছবি আপলোড করুন ও সাথে যেমন ছবি বানাতে চাইছেন তেমন একটা প্রম্প্ট দিয়ে সাবমিট করলেই ম্যাজিক।
ধুনুচি নাচের ছবি বানানোর জন্য AI Prompt
ভাবছেন কি প্রম্প্ট দেবেন? চিন্তা নেই, আপনি নিজের ছবির সাথে নিচে দেওয়া Prompt দিলেই একেবারে DSLR এ তোলা ধুনুচি নাচের ছবি হাজির হয়ে যাবে কয়েক সেকেন্ডেই।
Create an ultra-realistic 8K image featuring the uploaded person’s face flawlessly blended onto the body of a joyful Bengali man. He is dressed in a vibrant red kurta adorned with intricate white embroidery and paired with crisp white pajama pants. The man is captured mid-dance, holding a traditional clay incense pot (dhunuchi) emitting wisps of smoke in his right hand, while a stylish watch adorns his left wrist. The background shows a softly blurred Durga idol, bathed in warm golden light that enhances the festive spirit. The overall atmosphere should convey energy, devotion, and cultural richness, with meticulous attention to lifelike textures, natural skin tones, fabric details, and smoke effects, producing a vivid, immersive Durga Puja celebration scene.
আপনি চাইলে নিজের পছন্দ মত বদলেও এই প্রম্প্টটি ব্যবহার করতে পারেন।








