বর্ষাকালে জামাকাপড় থেকে দূর্গন্ধ তাড়াতে রইল এই ৬ সহজ উপায়

বর্ষাকাল মানেই উপভোগ করার মরশুম। কিন্তু এই মরশুমের যেমন রয়েছে ভালো দিক, তেমনই রয়েছে খারাপ দিক। চারিদিকে কাদা, জমা জলের দূর্গন্ধ ইত্যাদি ইত্যাদি। বর্ষাকালে আকাশ

Saranna

how to redues wet cloths bad odour

বর্ষাকাল মানেই উপভোগ করার মরশুম। কিন্তু এই মরশুমের যেমন রয়েছে ভালো দিক, তেমনই রয়েছে খারাপ দিক। চারিদিকে কাদা, জমা জলের দূর্গন্ধ ইত্যাদি ইত্যাদি। বর্ষাকালে আকাশ মেঘলা থাকে, রোদ দেখা যায়না, ফলে জামাকাপড় থেকে একটা বাজে দূর্গন্ধ ছাড়ে (Bad Odour)। আর এই দূর্গন্ধ এতটাই বিদঘুটে যে টেকা দায়। তাই এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কীভাবে পাওয়া যায়, রইল তার টিপস।

১) জামাকাপড় যখন ভেজাতে দেবেন, সেই জলে যদি লেবুর রস দেওয়া যায়, তাহলে কোনোরকম দূর্গন্ধ থাকবে না। এছাড়াও যদি জলে বেকিং সোডা ও ভিনিগার মেশানো যায়, তাহলে আর কোনো গন্ধ থাকবে না।

how to redues bad odour from wet cloths

২) অনেকেই ভিজে জামাকাপড় ঘরে পাখা চালিয়ে শুকিয়ে নেন, আর তাই আরও বেশি গন্ধ হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে, একটা স্প্রের বোতলে অল্প পরিমাণে ভডকা নিন, তারপর কাচা জামাকাপড়ের উপর স্প্রে করুন। দেখবেন দূর্গন্ধ উধাও।

৩) বর্ষাকালে ঘামে ভেজা কাপড় প্রথমে জলে ভিজিয়ে রাখুন। এরপর আবার ডিটারজেন্ট মেশানো জলে ভেজান। এরপর ধুয়ে নিয়ে কিছু সুগন্ধি জাতীয় তরল পদার্থ বা জীবানু নাশক তরল পদার্থে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ, তারপর শুকোতে দিন।

৪) কাপড় ধোয়ার পর ভালো করে খোলামেলা জায়গায় মেলে দিন। বৃষ্টি হচ্ছে বলে ভিজে জামাকাপড় একজায়গায় জড়ো করে রাখবেন না। ঘরের মধ্যে একটা আলাদা জায়গায় মেলে দিন। তবে এমন জায়গায় রাখবেন যেখানে হাওয়া বাতাস প্রবেশ করে। তারপর যখন রোদ হবে যখন, তখন রোদে দিয়ে শুকোতে দিন।

how redues bad odour from wet cloths

৫) বর্ষাকালে জামাকাপড় কাচার আগে ডিটারজেন্ট নয়, সাবান জলে ভিজিয়ে রাখুন। এরপর সেগুলো কে কেচে নিন। সমস্ত ময়লা যেমন দূর হবে, তেমনই দূর হবে দূর্গন্ধ।

৬) দূর্গন্ধ এড়াতে সুগন্ধি ধূপকাঠি ব্যবহার করতে পারেন। জামাকাপড় ঘরের মধ্যে যেখানে মেলেছেন, সেখানে যদি সুগন্ধি ধূপকাঠি জ্বেলে দেওয়া যায় তাহলে ধূপের ধোঁয়া ছড়িয়ে পড়ে। সুগন্ধি গন্ধ আসবে।

Related Post