Icche Putul : জি বাংলার (Icche Putul) জনপ্রিয় সিরিয়াল গুলির একটি ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। টিআরপি তালিকায় বিশেষ দেখা না গেলেও ইচ্ছে পুতুল দর্শকের চর্চায় সর্বদা। মেঘ-ময়ূরী আর নীলের ত্রিকোণ বর্তমানে এক বিরাট মোড় নিয়েছে। জানা গেছে খুব শীঘ্রই এই সিরিয়াল শেষ হবে। ইতিমধ্যে ধারাবাহিকের শেষ দিনের শুটিংও হয়ে গেছে। যাতে একটা জবর টুইস্ট লুকিয়ে আছে তা ক্রমশ প্রকাশ্যে আসবে।
তবে সিরিয়ালে বর্তমানে যে টুইস্ট চলছে তাতে এক টানটান পর্ব দেখা যাচ্ছে। মেঘ আর ময়ূরী দুইজনেই অসুস্থ। দুজন দুই হাসপাতালে ভর্তি। এক বোনের রক্তে আরেক বোন বরাবর সুস্থ হয়ে উঠেছে। কেমনটাই ধারাবাহিকে প্রথম থেকে দেখে আসছেন দর্শক। কিন্তু আজ দুই বোনই একসাথে অসুস্থ।
মেঘ চেয়েও দিদিকে আর রক্ত দিতে পারবেনা। এদিকে ময়ূরীর শারীরিক অবস্থার এতটাই অবনতি ঘটেছে যে রক্ত না দিলে সে আর বেশিক্ষন বেঁচে থাকবেনা। এই খবরে সব থেকে বেশি বিপর্যস্ত মেঘ আর ময়ূরীর বাবা-মা, অনিন্দ্য আর মধুমিতা। যাদের এক মেয়েকে বাঁচিয়ে রাখতে গেলে আরেক মেয়েকে বলি হতে দেখতে হবে। তারা এতটাই অসহায় হয়ে পড়েছে যে তারা চেয়েও কিছুই করতে পারছেনা।
আরও পড়ুনঃ ‘বাবুউউউ’ এবার বাবা হবে, খবর শুনেই ভিরমি খেল মা! ফাঁস ‘ধুন্ধুমার পর্ব
মেঘ ময়ূরীর অবস্থা বুঝে আগে থেকে রক্ত দিয়ে এসেছিল। কিন্তু হাসপাতালের ব্যবস্থা খারাপ হওয়ায় সেই রক্ত নষ্ট হয়ে যায়। আর এদিকে মেঘ রক্ত দিয়ে এতটাই দুর্বল হয়ে পরে সে আর রক্ত দিলে বাঁচবে না। বাবা-মা হয়ে চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মেয়েকে মরতে দেখার যন্ত্রনাটা অসাধারণ দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন অনিন্দ্য আর মধুমিতা এই দুই চরিত্র।
তাদের অসহায়তা দর্শককে চোখের জলে ভাসাচ্ছে। ময়ূরী ভিলেন হলেও দর্শকমহলে ময়ূরীর অনুরাগী মেঘের চেয়ে বেশিই। তাই দর্শক ময়ূরীর শাস্তি তো চেয়েছিলেন। কিন্তু এমন একটা পরিণতি তারা যেন মেনে নিতে পারছেননা। ধারাবাহিকের শেষে কি তবে ময়ূরীর মৃত্যু দিয়েই মেঘের জীবনে সুখ ফিরবে? এই প্রশ্নই এখন দর্শকমহলে। তবে সময়ের সাথে সাথেই জানা যাবে কি হবে ময়ূরীর পরিণতি।