বিনা দোষে চরিত্রহীন, দিদির ষড়যন্ত্রে ভেঙে পড়ল মেঘ, মৃত্যুতেই শেষ ‘ইচ্ছে পুতুল’!

Icche Putul : জি বাংলার (Zee Bangla) দর্শকদের  একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’। ৩০ শে জানুয়ারি ২০২৩ এ শুরু হয়েছিল ধারাবাহিকটি। যা এখনো বর্তমান।

Saranna

icche putul serial megh try to kill herself

Icche Putul : জি বাংলার (Zee Bangla) দর্শকদের  একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’। ৩০ শে জানুয়ারি ২০২৩ এ শুরু হয়েছিল ধারাবাহিকটি। যা এখনো বর্তমান। ধারাবাহিকটি দর্শকদের বেশ পছন্দের। প্রথম দিকে টিআরপি তেমন দিতে না পারলেও বর্তমানে বেশ টিআরপি দিচ্ছে। কিন্তু এর মাঝেই একটা গুঞ্জন শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি নাকি শেষ হয়ে যাবে ইচ্ছে পুতুল।

ধারাবাহিকের বর্তমান গতিবিধিও তাই বলছে। বর্তমানে গল্পে দেখা যাচ্ছে, মেঘ একেবারে ভেঙে পড়েছে। যে মেঘ আর পাঁচটা মেয়ের মতো নয়, মেঘ অবলা নয়। সেই মেঘের আজ দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ময়ূরীর ষড়যন্ত্রে সে একেবারে ভেঙে পড়েছে। তার জীবন যেন এখানেই শেষ হয়ে যাচ্ছে। মেঘের ক্ষতি সবসময় ময়ূরীই চেয়ে এসেছে।

icche putul serial megh try to kill herself in humiliation

সে কখনো চায়নি মেঘ ভালো থাকুক, মেঘকে পরাজিত করাটাই তার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আর তাই তো মেঘকে সে মিথ্যা ফাঁসিয়েছে। জিষ্ণুর সাথে মেঘের কেচ্ছা রটিয়েছে। তার ক্যারিয়ারে দাগ দেওয়ার চেষ্টা করেছে। সবাই মেঘের দিকে কালি ছিটাচ্ছে। নিজের এই অপমান সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিতে চাইছে। 

মেয়ের নামে রটানো ভুল ভাল খবরের জন্য মেঘের বাবা মাকেও অপমান করছে পাড়া প্রতিবেশীরা। শুধু তাই নয়, নীলকেও মেঘের নামে যা তা বলছে কলেজের কলিগরা। আর তা শুনে মাথা ঠিক রাখতে না পেরে, নীল তাদেরকে মারধর করে। এর জন্য নীলকেও কলেজ থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। এই সবকিছু শুনে মেঘের মনে হচ্ছে সে দোষী। 

icche putul serial megh kill herself

মেঘের মনে হচ্ছে সে সবার জীবনে সর্বনাশ ডেকে আনছে। তাই সে মায়ের ঘর থেকে আনা ঘুমের ওষুধ গুলো সবকটা মুখে পুড়ে ব্লেড দিয়ে নিজের হাত কেটে ফেলে। এরপর কি হবে? মেঘ কি বাঁচবে? নাকি চিরতরে শেষ হয়ে যাবে? এর উত্তর জানতে হলে দেখতে হবে ইচ্ছে পুতুলের আগামী পর্ব গুলো।

× close ad