টলিপাড়ার জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন ইধিকা পাল (Idhika Paul)। কখনো তাঁকে দেখা গিয়েছে, পদ্মাবতীর চরিত্রে, আবার কখনো দেখা গিয়েছে রিমলি-রঞ্ঝার চরিত্রে। সব চরিত্রেই সে সাবলীল, সুন্দর , দক্ষ অভিনেতার পরিচয় দিয়েছেন। এই অভিনেত্রীকে সকলেরই বেশ পছন্দের। শেষবার তাঁকে দেখা গিয়েছিল, ‘পিলু’ ধারাবাহিকে। ‘পিলু’- র পর আর দেখা যায়নি। তাই অনুরাগীরা তাঁকে খুঁজছেন।
আর সেই কারণেই, আবার তিনি আসছেন নতুন প্রজেক্ট নিয়ে। সম্প্রতি অভিনেত্রী ইনস্টাগ্রামে নতুন একটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে, ইধিকা পালের ছবি , আর পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, ‘নতুন জার্নি, শুভ কামনা জানাবেন’। এই পোস্ট দেখার পর, সকলেরই কৌতূহল আবার কোন ধারাবাহিকে দেখা মিলবে? তবে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, কেকে দাস কলেজ থেকে অ্যাকাউনটেন্সিতে অনার্স নিয়ে পড়াশোনা শেষ করেন। তারপরেই সুযোগ পান ‘কপালকুণ্ডলা’তে। ‘কপালকুণ্ডলা’ তাঁর প্রথম ধারাবাহিক। কিন্তু পার্শ্ববর্তী চরিত্রে অভিনয় করাতে তিনি অতটা পরিচিতি লাভ করতে পারেননি। এরপর এই ধারাবাহিক শেষ হতেই জি বাংলাতে ‘রিমলি’ তে মুখ্য ভূমিকায় অভিনয় করেন। এরপর বাংলার মাটির গান এবং পুরুলিয়ার বিখ্যাত ছৌ-নাচের গল্প নিয়ে শুরু হয়েছিল ‘পিলু’ ধারাবাহিক।
এই ধারাবাহিকে ধারাবাহিকে খল নায়িকার চরিত্রে দেখা মিলেছিল। তবে পরবর্তী কালে এই রঞ্জাই হয়ে ওঠে দর্শকের কাছে প্রিয়। রঞ্জা ও মল্লারের প্রেমকাহিনী ছাপিয়ে যায় মূল অভিনেতা অভিনেত্রীকে। ধীরে ধীরে তারাই সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে ধারাবাহিকটিতে। খল নায়িকা হলেও তার সাহসী-প্রতিবাদী চরিত্রের দিক টি এই ধারাবাহিকে ফুটে উঠেছিল।
কলকাতা গ্লিটজ আওয়ার্ডস ২০২২ এ আয়োজন করা হয় , কারা সেরা অভিনেতা? তা বাছাই এর জন্য। আর এখানে সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন ছোটপর্দার রঞ্জা ওরফে ইধিকা। তার এই জয়ে সকলেই বেশ খুশি। আসলে খুব দক্ষ একজন অভিনেতা তিনি। আর তাই তো সকলেই অপেক্ষা করে আছেন, কবে আবার দেখা মিলবে তাঁর। এবার দেখা যাক কবে সেই দর্শকদের ইচ্ছা পূরণ হয়।